কলকাতা : ১৫ দিনের মধ্যে চারটি সোনা জিতলেন দৌড়বাজ হিমা দাস। চেক রিপাবলিকে তাবোর অ্যাথলেটিক্স মিটে বুধবার তিনি ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন। হিমার ভারতীয় সহ দৌড়বাজ ভি কে ভিস্মায়া হয়েছেন দ্বিতীয়। এর আগে ১২ জুলাই চেকোস্লোভাকিয়ার ক্লান্দো মেমোরিয়াল অ্যাথলেটিকস মিটে ২০০ মিটারে প্রথম হয়েছিলেন তিনি। পিঠে ব্যথা নিয়েই এর আগে ২ জুলাই পোল্যান্ডে পজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি মিটে এবছরের প্রথম সোনা জিতে নেন অসমের নগাঁওয়ের হিমা।
তারপরই ৭ জুলাই কুতনো মিটে জেতেন ২০০ মিটারে। রুপো জেতেন কেরলের ভি কে বিসম্মায়া। পুরুষদের মধ্যে ভারতের মহম্মদ আনাস ইয়াহিয়া সোনা জেতেন ৪০০ মিটারে। ধিং এক্সপ্রেস হিমা গত বছরের জুলাইয়ে ভারতের প্রথম দৌড়বাজ হিসেবে অন্তর্জাতিক ইভেন্টে সোনা জিতেছিলেন। ইতিহাস তৈরি করেছিলেন ফিনল্যান্ডের তাম্পেরেত আন্ডার-১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে।