ফিফার নির্বাসন তুলতে কেন্দ্রকে সক্রিয় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের, শুনানি স্থগিত

ফিফার নির্বাসন তুলতে কেন্দ্রকে সক্রিয় পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের, শুনানি স্থগিত

নয়াদিল্লি: ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-কে নির্বাসিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা৷ এই সঙ্কট কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার৷ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তারা৷ এদিন শুনানি শুরু হলে ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফার নির্বাসন তুলে নেওয়া ও অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব ফিরে পেতে কেন্দ্রকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। 

আরও পড়ুন- দুটি শর্ত মানলেই সমস্যা মিটবে ভারতীয় ফুটবলের! কী জানাল ফিফা

এদিন শুরুতেই বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চে ফিফার নির্বাসন সংক্রান্ত বিষয়টি উত্থাপিত হয়৷ পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এবিষয়ে দ্রুত ও সক্রিয় পদক্ষেপ করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। তবে সলিসিটর জেনারেল তুষার মেহতার অনুরোধে আপাতত শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ। এদিন সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টকে জানান, নির্বাসন সংক্রান্ত বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনা চলছে। পাশাপাশি ফিফার সঙ্গে আলোচনা চালাচ্ছে ফেডারেশনের আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সও।  সেই আলোচনার ফল না জানা পর্যন্ত আদালত যেন কোনও সিদ্ধান্তে উপনীত না হয়৷  সেই অনুরোধেই শুনানি ২২ অগাস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়৷  

তুষার মেহতা আরও জানান, মঙ্গলবারই ফিফার সঙ্গে দু’বার কথা হয়েছে কেন্দ্রের৷ কেন্দ্র আশাবাদী, খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে। এই কথা শোনার পরই কেন্দ্রকে আরও কিছু দিন সময় দিতে চাইছে শীর্ষ আদালত৷