বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য উপহার সাজিয়ে অপেক্ষায় হাসিনা, কী থাকছে চকম?

বিশ্বজয়ী ক্রিকেট দলের জন্য উপহার সাজিয়ে অপেক্ষায় হাসিনা, কী থাকছে চকম?

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটের পরিসরে খুব বেশি দিন স্বীকৃতি পায়নি পায়নি বাংলাদেশ। কিন্তু তাহলেও বিশ্বের দরবারে অন্যান্য দেশের দলগুলির সঙ্গে একই সারিতে নিজেদের পাকাপাকি জায়গা করে নিয়েছে বাংলাদেশ৷ টেস্ট ক্রিকেট, এক দিনের ক্রিকেট, সর্বত্র নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছে বাংলাদেশের ক্রিকেট দল৷  বাংলাদেশের ইতিহাসে সেদেশের অনুর্দ্ধ উনিশ জাতীয় ক্রিকেট দল ২০২০ সালে এক ইতিহাস গড়ল৷ দেশে বিদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি নাগরিকদের প্রত্যাশা পূরণ করে চলতি বছরের বিশ্বকাপ দখল করল তরুণ দল৷ 

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০২০ সালের অনুর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ম্যাচে ভারতকে হারিয়ে বাংলাদেশ ৩ উইকেটে জয়লাভ করেছে৷ তবে, জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের ধক্কাধাক্কি নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ বাংলাদেশের এই ভূমিকা খুব ভালো চোখে দেখছে না ভারত৷ প্রয়োজনে বাংলাদেশের কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও পাওয়া গিয়েছে ইঙ্গিত৷ 

তবে, ভারতকে হারিয়ে জাতীয় ক্রিকেট তথা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস এক বিরল নজির সৃষ্টি করেছে তরুণ ক্রিকেটরা৷ দেশের যুবা ক্রিকেট দলের এই আশানুরূপ সাফল্যে স্বভাবতই খুব খুশি সেদেশের সরকার৷ সেই আনন্দের বহিঃপ্রকাশ করতে এবং বিজেতাদের যোগ্য সম্মান দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গণ সম্বর্দ্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন৷ বিজয়ী দল দেশে ফেরার পরেই এই অনুষ্ঠানের আয়োজন হবে রাজধানী ঢাকায়৷ খবর সরকারি সূত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =