Aajbikel

শামিকে নিয়ে ফের কটাক্ষ করলেন হাসিন, বিতর্ক যেন থামছেই না

 | 
মহম্মদ শামি

কলকাতা: মহম্মদ শামি। প্রত্যেক ভারতবাসীর মুখে মুখে ফিরছে এই নাম। বিশ্বকাপ চলাকালীন ভারতের পারফর্মেন্স, বিরাট কোহলির রেকর্ড নিয়ে তো আলোচনা হচ্ছেই, তার পাশাপাশি আলাদাভাবে নিজের জায়গা করে নিয়েছেন এই ভারতীয় পেসার। চলতি বিশ্বকাপে বিধ্বংসী বোলিং করছেন তিনি। একাধিকবার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে নয়া রেকর্ড গড়েছেন। তবে এতকিছুর পরও বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। কারণ, তাঁর স্ত্রী হাসিন জাহান। 

২০১৮ সালের পর থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ পুরোপুরি বদলে গিয়েছে। শামির বিরুদ্ধে একাধিক বিস্ফোরক এনেছেন হাসিন। যা নিয়ে মামলা চলছে এখনও। বিশ্বকাপের মাঝেও সেই বিতর্ক চলছে। এবার আরও বিতর্ক বাড়ালেন হাসিন। এক ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, খুব ভাল ক্রিকেটার শামি, কিন্তু এতটাই ভাল মানুষ, স্বামী এবং বাবা হলে জীবনটাই অন্য রকম হতে পারত। তারা সমাজে আরও বেশি সম্মান পেতেন। এখানেই থেমে থাকেননি হাসিন। তাঁর আরও মন্তব্য, শামির মানসিকতা খুবই নোংরা, কিন্তু টাকা দিয়ে সব ঢেকে দিতে চাইছে। 

তবে বিশ্বকাপে তাঁর ফর্ম নিয়ে কী বলছেন হাসিন জাহান? ওই ওয়েবসাইটেই তিনি বলেন, ভারত জিতেছে, ফাইনালে উঠেছে, এতে তিনি ভীষণ খুশি। চাইছেন দেশ বিশ্বকাপ পাক। কিন্তু শামির জন্য আলাদা করে কোনও অনুভূতি হয়নি। 

Around The Web

Trending News

You May like