আরও বিপাকে হার্দিক-রাহুল, দায়ের মামলা

নয়াদিল্লি: টিভি শো কফি উইথ করণে বিতর্কিত মন্তব্যের জের পিছু ছাড়ছে না দুই ভারতীয় ক্রিকেটারের। এ বার মামলা দায়ের হল হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলের বিরুদ্ধে। নিস্তার পাননি শো-এর হোস্ট চিত্রনির্মাতা করণ জোহরও। টেলিভিশন শো কফি উইথ করণে আপত্তিকর মন্তব্যের জেরে আগেই নির্বাসিত করা হয়েছিল জাতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলকে৷ পরে তা

আরও বিপাকে হার্দিক-রাহুল, দায়ের মামলা

নয়াদিল্লি: টিভি শো কফি উইথ করণে বিতর্কিত মন্তব্যের জের পিছু ছাড়ছে না দুই ভারতীয় ক্রিকেটারের। এ বার মামলা দায়ের হল হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলের বিরুদ্ধে। নিস্তার পাননি শো-এর হোস্ট চিত্রনির্মাতা করণ জোহরও।

টেলিভিশন শো কফি উইথ করণে আপত্তিকর মন্তব্যের জেরে আগেই নির্বাসিত করা হয়েছিল জাতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলকে৷ পরে তা তুলে নেওয়া হলেও এবার নতুন করে বিড়ম্বনায় পড়লেন এই দুই ক্রিকেটার৷

অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফেরত পাঠানো হয়েছিল তাঁদের। তদন্ত শেষ না হওয়া অবধি নির্বাসিত করা হয়েছিল৷ যদিও সুপ্রিমকোর্টের তরফে ওম্বাডসমান নিয়োগে দেরি হওয়ায়, হার্দিক-রাহুলের কেরিয়ারের কথা ভেবে নির্বাসন তোলার সিদ্ধান্ত নিল বোর্ড৷ তদন্ত শেষ হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ তবে আপাতত খেলার অনুমতি দেওয়া হচ্ছে এই দুই ক্রিকেটারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =