গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বিকল্প ঘোষণা

গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বিকল্প ঘোষণা

hardik pandya

নয়াদিল্লি: রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। আপাতত দলটি স্বপ্নের ফর্মে আছে। ৭ ম্যাচের মধ্যে সবকটিই জিতেছে ভারত। এরপর শিবিরের জন্য খারাপ খবর চলে এল। গোটা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। গোড়ালির চোট তাঁর আর সারল না। চলতি বিশ্বকাপেই বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। 

চোট পাওয়ার পর সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল হার্দিককে। দ্রুত যাতে তিনি রিকভারি করতে পারেন তার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেষ সবই ব্যর্থ হল। অনেকে আশা করেছিলেন যে তিনি গ্রুপ পর্বে না ফিরতে পারলেও, সেমিফাইনালে ফিরবেন দলে। কিন্তু তেমনটা আর হওয়ার নয়। বরং তাঁর জায়গায় ভারতীয় দলে যোগ দেবেন প্রসিদ্ধ কৃষ্ণ। এ বারের বিশ্বকাপে থেকে পুরোপুরি বাদ পড়ে গেলেন হার্দিক পাণ্ড্য। 

ভারতীয় দলের জন্য খারাপ খবর হলেও তাদের ম্যাচ কোনও অসুবিধা হবে না বলেই ধারণা। কারণ হার্দিক ছাড়া ভারত ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলেছে এবং তিনটিই জিতেছে। হার্দিক পাণ্ড্য খেলছিলেন বলে প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না মহম্মদ শামি। তিনি তাঁর বদলে এসে শেষ তিন ম্যাচেই ১৪টি উইকেট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =