উত্তরে অখুশি বোর্ড৷ আর তার জেরেই দুই ক্রিকেটারের নিবার্সন মুখে পড়তে চলেছেন হার্দিক পাণ্ডে ও লোকেশ রাহুল৷ অন্তত দুই ওডিআইয়ের জন্য নির্বাসিত করা হতে পারে বলে খবর৷ বলিউডের বিখ্যাত পরিচালক করন জোহরের টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করন’এ গিয়েছিলেন দুই ক্রিকেটার৷ সেখানেই বেশ কিছু বিতর্কীত মন্তব্য করে বসেন হার্দিক পাণ্ডে৷ যা মহিলাদের জন্য অপমানজনক৷
অনুষ্ঠান সম্প্রচারিত হতেই তা নিয়ে সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়৷ সঙ্গে সঙ্গেই তাঁর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছিলেন হার্দিক৷ কিন্তু তাও বিসিসিআইয়ের শো-কজের মুখে পড়তে হয় দুই ক্রিকেটারকে৷ তবে লোকেশ রাহুল কোনও অপ্রীতিকর মন্তব্য করেছেন বলে শোনা যায়নি এখনও৷ কিন্তু একই অনুষ্ঠানে থাকায় তাঁকেও শো কজ করা হয়৷ হার্দিক বুধবারই তাঁর জবাব জানিয়ে দিয়েছেন৷ তবে তাঁর জবাবে সন্তুষ্ট নন বোর্ড৷ বিনোদ রাই পিটিআইকে জানিয়েছেন, ‘‘আমি হার্দিক পাণ্ডের জবাবে সন্তুষ্ট নই৷ আমি বিসিসিআইয়ের কাছে দুই ক্রিকেটারকে নির্বাসিত করার আর্জি জানাচ্ছি৷ তবে ফাইনাল সিদ্ধান্ত ডায়না সবুজ সঙ্কেত দিলেই নেওয়া হবে৷’’ যদিও ডায়না এডুলজি বিষয়টিকে বিসিসিআইয়ের লিগ্যাল সেলে পাঠানোর পক্ষে৷