রায়নার পর হরভজন! আতঙ্কে আইপিএল বয়কট অফস্পিনারের

রায়নার মতোই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন অফস্পিনারটিও। জানিয়েছেন, এখন পরিবারের সঙ্গে থাকাই বেশি প্রয়োজন বলে মনে হয়েছে তাঁর। তবে, করোনা সংক্রমণের আশঙ্কাই যে রায়না এবং হরভজনকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, তা বলাই বাহুল্য। 

eddcad132578c791aa71967130ccbf9f

আবু ধাবি: একের পর এক খারাপ ঘটনা ঘটছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। চেন্নাইতে শিবিরের পর মহেন্দ্র সিং ধোনির দল আইপিএল খেলতে আরব আমিরশাহিতে পৌঁছনোর পরেই জানা যায় দলের ১৩ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেগতিক দেখে এ বছর আইপিএল না খেলার সিদ্ধান্ত নেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়না। তিনি অবশ্য ভাইরাস বা সংক্রমণ সংক্রান্ত কোনও কথা বলেননি। স্রেফ ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে গেছেন। রায়নার পর এবার আইপিএল থেকে নাম তুলে নিলেন হরভজন সিংও। 

c59d1aa18f08c4525da14143385ad86b
এর আগে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন সুরেস রায়না। 

হরভজন অবশ্য আমিরশাহি যাননি। এমনকী চেন্নাইয়ের শিবিরেও যোগ দেননি তিনি। সিএসকে দলের আশা ছিল ঠিক সময়ে দলের সঙ্গে যোগ দেবেন ভাজ্জি। কিন্তু শেষ পর্যন্ত আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনিও। রায়নার মতোই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন অফস্পিনারটিও। জানিয়েছেন, এখন পরিবারের সঙ্গে থাকাই বেশি প্রয়োজন বলে মনে হয়েছে তাঁর। তবে, করোনা সংক্রমণের আশঙ্কাই যে রায়না এবং হরভজনকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, তা বলাই বাহুল্য। 

07fc53e17fb1b898b7a1c41069b039f8
দুই নির্ভরযোগ্য সৈনিককে ছাড়াই ্লড়তে হবে ধোনির সিএসকেকে। 

ইতিমধ্যেই হরভজনের পরিবর্ত হিসেবে কাকে দলে নেওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ধোনির শিবির। প্রাক্তন ভারতীয় উইকেটকিপার দীপ দাশগুপ্তের মতে, অভিজ্ঞ অলরাউন্ডার জলজ সাক্সেনাকে নেওয়া উচিত সিএসকের। দীপের যুক্তি, ভাজ্জির পরিবর্ত হিসেবে সাক্সেনাই ভাল বিকল্প। অফস্পিন বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতেও ভাল তিনি। তিন ধরনের ক্রিকেটেই সফল সাক্সেনা। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ভাল পারফর্মেন্স রয়েছে তাঁর। ৫৪টি টি-২০ ম্যাচে মোট ৪৯টি উইকেট নিয়েছেন জলজ সাক্সেনা। সেই সঙ্গে টপ অর্ডারে ব্যাট করে ৬৩৩ রানও আছে তাঁর।     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *