২২ গজে আর না, ক্রিকেটকে আলবিদা জানালেন ‘ভাজ্জি’

২২ গজে আর না, ক্রিকেটকে আলবিদা জানালেন ‘ভাজ্জি’

নয়াদিল্লি: আর ২২ গজে হাত ঘোরাতে দেখা যাবে না তাঁকে। সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল বোলার হরভজন সিং। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণাই করেছেন তিনি। সঙ্গে দীর্ঘ ২৩ বছরের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ‘ভাজ্জি’। বেশ কিছুদিন ধরেই অনুমান করা হচ্ছিল যে তিনি এবার হয়তো ক্রিকেট থেকে সরে যেতে চলেছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

এদিন এই অবসরের কথা ঘোষণা করে হরভজন সিং একটি টুইট করেন এবং বলেন, ”সব ভাল জিনিসের একটা শেষ থাকে এবং আজ আমি সেই খেলাকে বিদায় জানাচ্ছি যা আমাকে জীবনে সব কিছু দিয়েছে। আমি সেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ২৩ বছরের যাত্রাপথকে সুন্দর এবং স্মৃতিমেদুর করে তুলেছে। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ।” এই টুইটের পাশাপাশি তিনি একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছেন। প্রসঙ্গত, ভারতের হয়ে ১০৩ টি টেস্ট, ২৩৬ টি ওয়ান ডে ও ২৮ টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন হরভজন সিং। টেস্টে ৪১৭ টি, ওয়ান ডে ক্রিকেটে ২৬৯ টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৫ টি উইকেট রয়েছে ‘ভাজ্জি’র’। আবার, টেস্টে ২ টি সেঞ্চুরি ও ৯ টি হাফসেঞ্চুরি-সহ ২ হাজার ২২৪ রান আছে তাঁর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন ১ হাজার ২৩৭।

এছাড়া যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন যে, ভারতের জার্সি পরে যখনই খেলতে নেমেছেন, তার থেকে বড় অনুপ্রেরণা আর ছিল না। কিন্তু, একটা সময় আসে যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগোতে হয়। কয়েক বছর ধরেই তিনি এই সিদ্ধান্ত নিতে চাইছিলেন বলে জানিয়েছেন ‘ভাজ্জি’। শেষে আজ সব ধরণের ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =