ধোনিকে কেন দলে নিয়েছিলেন সৌরভ? মাহির জন্মদিনে ফাঁস করলেন ‘দাদা’

ধোনিকে কেন দলে নিয়েছিলেন সৌরভ? মাহির জন্মদিনে ফাঁস করলেন ‘দাদা’

কলকাতা: জাতীয় দলের সেরা অধিনায়ক কে? সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিং ধোনি? ২২ গজের আলোচনায় এই নিয়ে তর্জা সর্বত্রই। এবার এক অধিনায়ক আর এক অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। মঙ্গলবার ধোনির জন্মদিন উপলক্ষে বিসিসিআই-এর টুইটার হ্যান্ডেল থেকে এমনই একটা ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গেছে, বর্তমান জাতীয় দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের প্রশ্নের উত্তরে ভারত ধোনিকে পেয়েছে, তাতে খুশি বলে জানালেন সৌরভ। এমনকী, ধোনির জাতীয় দলে সুযোগের ক্ষেত্রে মহারাজের ভূমিকার প্রসঙ্গও উঠেছে সৌরভ-মায়াঙ্কের আলাপচারিতায়।

২০০৪ সালে বাংলাদেশ সিরিজে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটেছিল মাহির। কিন্তু সেই ম্যাচে ধোনিকে দলে রাখার নেপথ্যে সায় ছিল তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিসিসিআই-এর 'দাদা ওপেনস উইথ মায়াঙ্ক' শীর্ষক অনুষ্ঠানে বর্তমান জাতীয় দলের ওপেনার মাহির অভিষেক প্রসঙ্গেই কথা বলছিলেন সৌরভের সঙ্গে। সেখানে মায়াঙ্ক প্রশ্ন করেন, 'দাদা, তোমার কথাতেই মাহিভাইকে দলে নেওয়া হয়েছিল এবং তারপর বাকিটা তো ইতিহাস। এটা কি সত্যি না এমনিই বলা হয়?'

এই প্রশ্নের উত্তরে সৌরভ সম্মতি জানিয়ে বলেন, 'কিন্তু সেটাই তো আমার কাজ ছিল, তা নয় কি? যাঁদের মধ্যে সম্ভাবনা রয়েছে, তাঁদের বেছে নিয়ে সেরা দল গড়াই তো একজন অধিনায়কের কাজ। তুমি তোমার সহজাত বুদ্ধি এবং বিশ্বাস থেকে সম্ভাবনাবান খেলোয়াড়দের নিয়ে দল গড়ার সিদ্ধান্ত নেবে। তবেই না সেই সম্ভাবনাময় খেলোয়াড় তোমার জন্য সেরাটা দেবে।' শুধু তা-ই নয়, জাতীয় দল যে মহেন্দ্র সিং ধোনির মতো একজন ক্রিকেটার পেয়েছেন, তাতে খুশি সৌরভ। কারণ হিসেবে তিনি একটা কথাই বলেন, 'ধোনি অবিশ্বাস্য'।

এদিন সৌরভ ও মায়াঙ্কের কথোপকথন চলাকালীন ধোনির ব্যাটিং নিয়েও কথা ওঠে। মাহিকে এককথায় সবাই 'ফিনিশার' বললেও এই ছোট্ট শব্দে তাঁকে বাঁধতে চান না মহারাজ। বরং তিনি মনে করেন, 'বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন ধোনি। ও শুধু ফিনিশারই নয়। নিচের দিকে ব্যাট করতে নেমে কীভাবে ও ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, সবাই শুধু সেটা নিয়েই কথা বলে। অথচ আমার অধিনায়কত্বে ও তিন নম্বরে ব্যাট করত। পাকিস্তানের বিরুদ্ধে বিশাখাপত্তনমে তখন ১৪০ রান করেছিল ধোনি।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + five =