ইউরোপ : স্যার অ্যালেক্স ফার্গুসন বা আর্সেন ওয়াঙ্গারের মতো কোচ যা পারেননি, সেটাই অনায়াসে করে দেখালেন পেপ গুয়ার্দিওলা। ব্রিটিশ ফুটবলের ইতিহাসে প্রথমবার ত্রিমুকুট জেতালেন ম্যানচেস্টার সিটিকে। প্রথমে লিগ কাপ তারপর ইংলিশ প্রিমিয়ার লিগ শেষে এফএ কাপ। এফএ কাপের ফাইনালে একতরফা খেলে ওয়াটফোর্ডকে কার্যত উড়িয়ে দিয়ে ইতিহাস তৈরি করলেন রহিম স্টার্লিংরা। ওয়াটফোর্ডকে ৬-০ গোলে হারিয়ে গুয়ার্দিওলা প্রমান করলেন ইউরোপে তিনিই শেষ কথা।
ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে ইপিএলের ৯ নম্বর দল ওয়াটফোর্ডকে সামনে পেয়ে কার্যত ছিঁড়ে খেল স্টার্লিং, দাভিদ সিলভা, গ্যাব্রিয়েল জেসুস, কেভন ডি ব্রুইনিরা। ইংল্যান্ডের উঠতি তারকা স্ট্রাইকার রহিম স্টার্লিং ৩৮, ৮১ ও ৮৭ মিনিটে গোল দিয়ে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন। বাকি গোল সিনভা (২৬ মি), ডি ব্রুইনি (৬১ মি) জেসুসের (৬৮ মি)। এরপরই ইউরোপের ফুটবল মহলে দাবি উঠতে শুরু করেছে পেপ গুয়ার্দিওলাকে সেরা কোচের মর্যাদা দেওয়া হোক।