চোরাশিকারের অভিযোগে গ্রেফতার হলেন গল্ফ খেলোয়াড় জ্যোতি রনধাওয়। উত্তরপ্রদেশের বাহারাইচে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি শূকরের চামড়া, মৃত বন্য মুরগি ও .২২ রাইফেল আটক করা হয়েছে। বন্যপ্রাণ বিভাগের অফিসার, রেঞ্জের কর্মী এবং স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সের লোকজন সন্দেহজনক ঘোরাফেরার জন্য দুধওয়া টাইগার রিজার্ভের কাছে কাটেরনিয়া মোতিপুর রেঞ্জে একটি গাড়ি আটকায়। তল্লাসিতে একটি বাইনোকুলার, তিনিট ফাঁকা কার্তুজ, ৮০টি বুলেট, ম্যাগাজিন, রেঞ্জফাইন্ডার, দুটি মোবাইল সার্চলাইট টর্চ ও নগদ ৩৬ হাজার টাকা পাওয়া যায়। সঙ্গী মহেশ বিরাজদারের সঙ্গে জ্যোতি রনধাওয়া তখন গাড়ির মধ্যেই ছিলেন। মঙ্গলবার সকালে তাঁরা বুনো মুরগি শিকার করেছিলেন। সেখানে জ্যোতির একটি ফার্মহাউস রয়েছে। তাঁদের গত তিনদিন জঙ্গলে দেখা গিয়েছে। বিখ্যাত গল্ফার জ্যোতি বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম একশোজনের মধ্যে রয়েছেন। তাঁর বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে। পরে তাদের ডিভোর্সও হয়ে যায়।
চোরাকারবারে দায়ে গ্রেফতার গল্ফ খেলোয়াড় জ্যোতি রনধাওয়
চোরাশিকারের অভিযোগে গ্রেফতার হলেন গল্ফ খেলোয়াড় জ্যোতি রনধাওয়। উত্তরপ্রদেশের বাহারাইচে বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি শূকরের চামড়া, মৃত বন্য মুরগি ও .২২ রাইফেল আটক করা হয়েছে। বন্যপ্রাণ বিভাগের অফিসার, রেঞ্জের কর্মী এবং স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সের লোকজন সন্দেহজনক ঘোরাফেরার জন্য দুধওয়া টাইগার রিজার্ভের কাছে কাটেরনিয়া মোতিপুর রেঞ্জে একটি গাড়ি আটকায়। তল্লাসিতে