লামিন ইয়ামালের গতি রুখল জার্মান শ্রম আইন! কেন ৯০ মিনিট খেলতে পারবেন না বিস্ময় বালক?

কলকাতা: ২০২৪ ইউরোতে ফোকাস কেড়েছে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল৷ তাঁর বয়স মাত্র ১৬৷ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড ঝুলিতে পুরেছেন তিনি৷ এত…

yamal

কলকাতা: ২০২৪ ইউরোতে ফোকাস কেড়েছে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল৷ তাঁর বয়স মাত্র ১৬৷ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার রেকর্ড ঝুলিতে পুরেছেন তিনি৷ এত কম বয়সেই ইয়ামাল স্পেন ও তার ক্লাব বার্সেলোনার গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছেন।

 

তবে ইউরো-তে তাঁর খেলার পথে বাধা হয়ে দাঁড়াল জার্মানির শিশু শ্রম আইন৷ এই আইনের গেরোয় পরেই ইউরোর গ্রুপ পর্বে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি স্পেনের উঠতি তারকা লামিনে ইয়ামাল। খেলা শেষ হওয়ার আগেই সর্বকনিষ্ঠ এই ফুটবলারকে মাঠ থেকে তুলে নিতে হয়েছে। কারণ, জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী, রাত ১১ টার পর নাবালকদের জন্য যে কোনও খেলাই বেআইনি৷ সেই নিয়ম মেনেই ইয়ামালকে ম্যাচ শেষ হওয়ার আগে তুলে নিতে বাধ্য হন স্পেন কোচ ডে লা ফুয়েন্তে। গ্রুপ পর্বে স্পেনের ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে যথাক্রমে ৮৬ মিনিট, ৭১ ও ১৯ মিনিটে মাঠ ছাড়েন ইয়ামাল, এমনকি ফ্রান্সের বিপক্ষে গোলের পরেও শেষ পর্যন্ত তাঁকে আর মাঠে দেখা যায়নি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইয়ামাল যদি রাত ১১টার পর খেলতেন, তাহলে স্প্যানিশ ফুটবলকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হত৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *