গেইলকে বুকে জড়িয়ে বিজয় মালিয়ার ছবি ভাইরাল

নয়াদিল্লি: দেশের টাকা হাতিয়ে বহাল তবিয়তে রানির দেশের ঘুরছেন বিজয় মালিয়া৷ এই নিয়ে কম বিতর্ক হয়নি৷ এবার ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইলকে জড়িয়ে বিজয় মালিয়ার ছবি ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ মালিয়াকে তীব্র আক্রমণ নেটিজেনদের৷ মালিয়াও পাল্টা জবাব দিয়েছেন৷ ৯ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত মালিয়া বর্তমানে ব্রিটেনে৷ গত শনিবার দেখা হয়েছিল গেইল-মালিয়ার৷ আইপিএল

গেইলকে বুকে জড়িয়ে বিজয় মালিয়ার ছবি ভাইরাল

নয়াদিল্লি: দেশের টাকা হাতিয়ে বহাল তবিয়তে রানির দেশের ঘুরছেন বিজয় মালিয়া৷ এই নিয়ে কম বিতর্ক হয়নি৷ এবার ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইলকে জড়িয়ে বিজয় মালিয়ার ছবি ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ মালিয়াকে তীব্র আক্রমণ নেটিজেনদের৷ মালিয়াও পাল্টা জবাব দিয়েছেন৷

৯ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত মালিয়া বর্তমানে ব্রিটেনে৷ গত শনিবার দেখা হয়েছিল গেইল-মালিয়ার৷ আইপিএল শুরুর দিকে আরসিবির হয়ে খেলতেন গেইল৷ যে দলের তৎকালীন মালিক ছিলেন কিংফিশারের প্রাক্তন কর্তা মালিয়া৷ এদিন মালিয়ার সঙ্গে ছবি ট্যুইট করে গেইল ক্যাপশনে লেখেন, বিগ বসের সঙ্গে দেখা করে বেশ লাগল৷ এরপরই গেইলের ট্যুইটে জনৈক নেটিজেন রিট্যুইট করেন, এখন ক্রিসও বিজয় মালিয়াকে খুঁজছেন৷ নেটিজেনরা লেখেন মালিয়া বড় দেশভক্ত৷ ও শুধু ভারতীয়দের থেকেই চুরি করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fourteen =