দম আছে বলতে হবে! কোচ হওয়ার জন্য কী কী শর্ত ‘দিলেন’ গৌতম গম্ভীর?

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ গৌতম গম্ভীর? (Gautam Gambhir coach) ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হিসেবে উঠে আসছে প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীরের…

gautam gambhir

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ গৌতম গম্ভীর? (Gautam Gambhir coach)

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হিসেবে উঠে আসছে প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী গৌতম গম্ভীরের নাম। তবে কোচ হওয়ার আগেই একগুচ্ছ শর্ত দিয়েছেন গৌতম গম্ভীর, একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। সেখানে কী বলেছেন তিনি?

গৌতম গম্ভীরের শর্তের তালিকা (India cricket team coach)

তাঁর শর্তের তালিকা এই রকম:

১) ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গম্ভীর নিজে নেবেন। বিসিসিআই সামান্যতম হস্তক্ষেপ করতে পারবে না।

২) ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত কোচ নির্বাচন তিনি নিজে করবেন।

৩) সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল পারফরমেন্স না করলে রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সামি ও রবীন্দ্র জাদেজ, এই চার ক্রিকেটারের জন্য ওয়ান ডে টিমে ভারতীয় দলের দরজা বন্ধ হয়ে যেতে পারে। (সূত্রের খবর অনুযায়ী, কার্যত এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।)

৪) ওয়ান ডে ক্রিকেটের জন্য পৃথক দল গঠন করতে হবে। ক্রিকেটারদের দক্ষতার কথা বিবেচনা করেই দল ঠিক হবে।

৫) ২০২৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখে এখন থেকে সমস্ত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে দিতে হবে তাঁকে। নিঃসন্দেহে বলা যায় কোচ হওয়ার আগেই এমন শর্ত অতীতে কাউকে দিতে দেখা যায়নি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে।

ঘটনা হল গৌতম গম্ভীর দীর্ঘদিন ধরেই প্রতিবাদী চরিত্রের ব্যক্তি বলে পরিচিত। ২০১১ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে মহেন্দ্র সিং ধোনি ৭৯ বলে ৯১ রান করে ভারতকে জয় এনে দিয়েছিলেন। মুম্বাইয়ের সেই ফাইনাল ম্যাচে রীতিমতো ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিলেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচের পরে বা বহু বছর পরেও ধোনির সেই উইনিং স্ট্রোক ঘিরে চর্চা চলতে থাকে ক্রিকেট মহলে। কিন্তু সেই চর্চায় অন্য মাত্রা আসে যখন গৌতম গম্ভীর একটি মন্তব্য করেছিলেন। তাঁকে একটা সময় সংবাদ মাধ্যমে বলতে শোনা গিয়েছিল,

“সেই ফাইনাল ম্যাচে আমি ৯৭ রান করেছিলাম। আমি কি তাহলে ফাইনালে কিছুই করিনি”?

ঘটনা হল সেই ফাইনাল ম্যাচে দ্রুত শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগের উইকেট হারায় ভারত। সেখানে তিন নম্বরে নেমে ১২২ বলে ৯৭ রানের ঝকঝকে ইনিংস খেলে ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু অদ্ভুত ব্যাপার হল সেই ফাইনাল ম্যাচের নায়ক হিসেবে শুধুমাত্র ধোনির কথাই যেন বেশি আলোচিত হয়। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল গম্ভীরকে।

ক্রিকেটেই পুরোপুরি ডুবে থাকতে চান গম্ভীর

বর্তমানে ক্রিকেটেই পুরোপুরি ডুবে থাকতে চান গম্ভীর। তাই গত লোকসভা নির্বাচনে দিল্লিতে বিজেপির টিকিটে বড় জয় পেলেও এবার আর তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এই পরিস্থিতিতে কোচ হওয়ার আগে গম্ভীর যে শর্ত দিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে গৌতম গম্ভীর নিজে বা বিসিসিআই-এর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও পড়ুন- 

হার্দিকের ৭০% সম্পত্তির মালিক নাতাশা! সত্যিই কি ডিভোর্স হচ্ছে?

মিতালি রাজকে বিয়ে করছেন শিখর ধাওয়ান!

ক্লাসিক্যাল দাবায় এই প্রথম কার্লসেন দমন

ভারতীয় ফুটবলের যুগাবসান, আন্তর্জাতিক ফুটবল থেকে অবস

SportsGautam Gambhir sets conditions for becoming India’s cricket coach. Read more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *