KKR-এ পেতেন প্রায় ২৫ কোটি, জাতীয় দলের কোচ হিসাবে কত বেতন পাবেন গম্ভীর?

নয়াদিল্লি: দু’দুটো বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি৷ এক সময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন৷ খেলোয়াড় জীবনে ইতি টানার পর ধারাভাষ্যকার হিসাবে বেশ কিছুদিন নিজেকে মেলে ধরেছিলেন। পাশাপাশি ইন্ডিয়ান…

নয়াদিল্লি: দু’দুটো বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি৷ এক সময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন৷ খেলোয়াড় জীবনে ইতি টানার পর ধারাভাষ্যকার হিসাবে বেশ কিছুদিন নিজেকে মেলে ধরেছিলেন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনউ সুপার জায়ান্টস এবং গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দেখা যায় গৌতম গম্ভীরকে। একটা সময় রাজনীতিও করেছেন গম্ভীর।সাংসদও হয়েছিলেন। সেই গম্ভীরকেই এবার বেছে নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের গুরু হিসাবে৷ শ্রীলঙ্কা সফর দিয়ে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে তাঁর। লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। জাতীয় কোচ হিবাসে কত বেতন পাবেন গুরু গম্ভীর?

সদ্য প্রাক্তন রাহুল দ্রাবিড় নাকি বার্ষিক ১২ কোটি টাকা বেতন পেতেন৷ তবে তার চেয়ে কিছুটা বেশি পাবেন গৌতম গম্ভীর৷ অঙ্কটা এখনও নির্দিষ্ট নয়। বোর্ড কর্তারাও জানিয়েছেন, দ্রাবিড়ের মতোই বেতন পাবেন গম্ভীর৷ তবে কিছুটা পরিমাণ বাড়বে। এই বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। কথা হচ্ছে সাপোর্ট স্টাফ নিয়োগ নিয়েও৷ বলে রাখি কেকেআর-এর মেন্টর হিসাবে প্রায় ২৫ কোটি পেতেন গৌতম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *