আমদাবাদে মাঠে পাক অধিনায়ক বাবরকে টিটকিরি, ‘গম্ভীর’ সমালোচনা মোদীর সাংসদের

আমদাবাদে মাঠে পাক অধিনায়ক বাবরকে টিটকিরি, ‘গম্ভীর’ সমালোচনা মোদীর সাংসদের

 আমদাবাদ:  আমদাবাদে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে টসে হেরে যায় পাকিস্তান৷ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা৷ এর পর কথা বলতে আসেন পাক অধিনায়ক বাবর আজম৷ সেই সময়েই কাটল তাল৷ ব্যাঙ্গাত্মক শিস দিয়ে উঠলেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা।  টসের পরে ধারাভাষ্য দেওয়ার সময় দর্শকদের এহেন আচরণের কড়া সমালোচনা করলেন গৌতম গম্ভীর৷ প্রাক্তন এই ক্রিকেটার আবার পূর্ব দিল্লির বিজেপি সাংসদও।

টসে জেতার পর সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে প্রথমে কথা বলে নিজের সিদ্ধান্ত জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথা শেষ হতে নিয়ম মাফিক এগিয়ে আসেন বাবর। ঠিক সেই সময় মাঠে হাজির কয়েক হাজার দর্শক ব্যাঙ্গাত্মক শিস দিতে শুরু করেন। বিশাল বড় স্টেডিয়াম তখন গমগম করছে৷ সেই আওয়াজ এতটাই জোরে ছিল যে বাবর প্রায় কথাই বলতে পারছিলেন না। তার মধ্যেই কোনও মতে শাস্ত্রীর কথার উত্তর দেন পাক অধিনায়ক৷ 

পরে মাঠে দাঁড়িয়ে কথা বলেন গৌতম গম্ভীর৷ তিনি একেবারেই এহেন আচরণকে সমর্থন জানাতে পারেননি। খোলাখুলিই বলেন, “সমর্থকের আচরণ দেখে খুবই খারাপ লাগল। নিজের দেশকে অবশ্যই সমর্থন করবেন। কিন্তু অন্য দেশকে ছোট করে দেখানোর কোনও অর্থ নেই। এই কাজ করা একদম উচিত হয়নি।”

উল্লেখ্য, বিশ্বকাপের সূচি প্রকাশের আগে যখন আমদাবাদের নাম আলোচনায় উঠে আসছিল, তখনই তৎকালীন পাক বোর্ডের চেয়ারম্যান নাজাম শেট্টি এই শহরে খেলতে রাজি হননি। কিন্তু আইসিসি আমদাবাদেই পাকিস্তানের ম্যাচ দেয়। পাক বোর্ডের বর্তমান চেয়ারম্যান জাকা আশরফ মাঠে বসেই ম্যাচ দেখছেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *