বিশ্বটেস্ট ফাইনালের আগে ফ্রেন্ডলি ম্যাচ বিরাটদের, ৪ দিনেই টেস্ট জয় কিউয়িদের

বিশ্বটেস্ট ফাইনালের আগে ফ্রেন্ডলি ম্যাচ বিরাটদের, ৪ দিনেই টেস্ট জয় কিউয়িদের

 

কলকাতা: আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ যুদ্ধে নামার আগে হাতে অনুশীলনের সময় খুবই কম। কারণ প্রথমে মুম্বইয়ে, তারপর ইংল্যান্ডে পৌঁছে টিম হোটেলে আরও সাতদিন কোয়ারান্টাইন। ফলে দীর্ঘ কোয়ারান্টাইনের ফলে ফিটনেসের অভাবে দেখা দিয়েছে টিম ইন্ডিয়ার। অনেক দিন পর আবার অনুশীলনে ফিরেছেন বিরাট-রোহিত-রাহানেরা।

টেস্টে নামার আগে একদিকে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলে নিজেদের পুরো প্রস্তুত করে ফেলেছে। ইংল্যান্ডের উইকেটের সম্পর্কেও যথেষ্ট ভালো ধারনা হয়ে গিয়েছে কেন উইলিয়ামসনদের। কিন্তু টিম ইন্ডিয়ার ক্ষেত্রে তেমন কোনও সুযোগ হয় নি। ফলে কোয়ারান্টাইন শেষ করে ফাইনালে নামার আগে ইংল্যান্ডের নেটেই জোরকদমে অনুশীলনে ব্যস্ত বিরাটরা। পাশাপাশি তাঁদের প্রস্তুত করার জন্য নিজেদের মধ্যেই ফ্রেন্ডলি ম্যাচ খেলানো হচ্ছে। শুক্রবার প্রথম ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল কোহলিরা। রবিবার আবারও দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ খেললেন তাঁরা। সেই ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই।

অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে কার্যত টিম ইন্ডিয়ার সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কিউয়িরা। দ্বিতীয় টেস্টে ঘরের মাঠে ইংল্যান্ডকে চতুর্থ দিনের শুরুতেই হারিয়ে দিল নিউজিল্যান্ড। দলের অধিকাংশ তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়েই দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ সাজিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। তার পরেও অসাধারণ সাফল্য, ৮ উইকেটে টেস্টে জিতে নিয়ে নিজেদের মনোবল ও শক্তি বহুগুন বাড়িয়ে নিল নিউজিল্যান্ড। আর এই জয়ের পর ভারতকে হুঁশিয়ারি দিয়ে টস টেলর জানালেন, তাঁদের বেঞ্চ অনেক বেশি শক্তিশালী এবং ওই ম্যাচের জন্য দল বাছতে গিয়ে সমস্যায় পড়তে পারেন নির্বাচকরা। প্রত্যাশাই ছিল টেস্টের চতুর্থ দিনে খেলা বেশি সময় গড়াবে না। বাস্তবে তাই হল।

দ্বিতীয় ইনিংসে কিউয়ি বোলিং আক্রমণের সামনে ব্যাটিং বিপর্যয় ঘটে ইংরেজদের। তৃতীয় দিনের শেষে ১২২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে তাঁরা। কিউয়িদের থেকে মাত্র ৩৭ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনে শেষ উইকেট ব্যাটে নামে ইংল্যান্ডের। ফলে দিনের শুরুতেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের টেস্ট জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৮ রান। সুতরাং অতি সহজেই ১১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে টেস্ট জিতে নেয় নিউজিল্যান্ড। এই জয়ের ফলে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াল বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =