অলিম্পিক্সের উদ্বোধনের আগের রাতেই ট্রেনে আগুন, ব্যাপক নিরাপত্তা সংশয়ে ফ্রান্স

প্যারিস: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে বিপত্তি৷ দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত ফ্রান্সের ট্রেন পরিষেবা৷ রাতের অন্ধকারে চলে তাণ্ডব৷ বেশ কয়েকটি জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া…

প্যারিস: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে বিপত্তি৷ দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত ফ্রান্সের ট্রেন পরিষেবা৷ রাতের অন্ধকারে চলে তাণ্ডব৷ বেশ কয়েকটি জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফ্রান্সের রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,  ড্যামেজ কন্ট্রোল করে স্বাভাবিক পরিষেবা শুরু করতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে৷ তবে এই ঘটনার পর প্যারিস অলিম্পিক্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷  কতটা নির্বিঘ্নে প্রতিযোগিতা সম্পন্ন হবে, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মধ্যে৷ আগুন ধরিয়ে দেওয়ার ফলে দ্রুতগতির ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ ফলে আট লক্ষ মানুষ সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। তবে বিপদ এড়াতে সাধারণ মানুষকে আগামী কয়েক দিন ট্রেন পথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।