ফের অঘটন ইউরোয়! দুর্ধর্ষ ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

ফের অঘটন ইউরোয়! দুর্ধর্ষ ফ্রান্সকে রুখে দিল হাঙ্গেরি

বুদাপেস্ট: জমে গিয়েছে ইউরো কাপ অভিযান। দুর্ধর্ষ ফ্রান্সকে আটকে দিল হাঙ্গেরি। ইউরো ২০২০-এর গ্রুপ এফ-কে প্রথম থেকেই ‘গ্রুপ অফ ডেথ’-এর আখ্যা দিয়েছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। ফ্রান্স, পর্তুগাল ও জার্মানির মতো হেভিওয়েট দলের সঙ্গে এই গ্রুপে জায়গা পেয়েছিল হাঙ্গেরি। আশঙ্কা ছিল সেই হাঙ্গেরিই এই গ্রুপে কোনো এক বড় দলকে রুখে দিয়ে এই গ্রুপের সব হিসেব-নিকেশ পাল্টে দিতে পারে। এবারে সেটাই হল ইউরো ২০২০-তে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়ে এবারের ইউরোয় অঘটন ঘটালো হাঙ্গেরি।

ম্যাচের শুরু থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাঙ্গেরিকে মুহুর্মুহু আক্রমণের চাপে পিষে ধরছিল এমবাপে-গ্রিজম্যানরা। কিন্তু প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময়ে ৪৫+২ মিনিটে হাঙ্গেরির আত্তিলা ফিওলা গোল করে হাঙ্গেরিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান গোল করে ক্ষমতা ফেরান।

এরপর বাকি সময় আক্রমণের পর আক্রমণ করেও গোল করতে পারেনি কোচ দিদিয়ের দেশঁয়ের ছেলেরা। এমবাপে-গ্রিজম্যান-ডেম্বেলের ভয়ঙ্কর ত্রিফলা আক্রমণ যেনতেনভাবে রুখে দিয়েছে ঘরের মাঠে খেলা হাঙ্গেরির রক্ষণভাগ। শেষ পর্যন্ত অঘটন ঘটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইউরো জয়ের প্রবল দাবিদার ফ্রান্সকে বুদাপেস্টের পুসকাস স্টেডিয়াম থেকে ১ পয়েন্ট দিয়ে ফিরিয়ে দিল হাঙ্গেরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =