পরপর ৫টি সোনা হিমার

নয়াদিল্লি : এক মাসে পঞ্চম সোনা জিতলেন দৌড়বাজ হিমা দাস। ৪০০ মিটারে শনিবার চেক রিপাবলিকের প্রাগে গ্র্যাঁ প্রিতে এই মরসুমের সবথেকে ভালো সময় করে স্বর্ণপদক পেলেন হিমা। এর আগে হিমা ২ জুলাই পোল্যান্ডে পদনান মিটে ২০০ মিটারে সোনা জেতেন অসমের এই বিস্ময়। পিঠে ব্যথা নিয়েও ৮ জুলাই দ্বিতীয় সোনাও জেতেন পোল্যান্ডে। তাবোরে ২০০ মিটার দৌড়

পরপর ৫টি সোনা হিমার

নয়াদিল্লি : এক মাসে পঞ্চম সোনা জিতলেন দৌড়বাজ হিমা দাস। ৪০০ মিটারে শনিবার চেক রিপাবলিকের প্রাগে গ্র্যাঁ প্রিতে এই মরসুমের সবথেকে ভালো সময় করে স্বর্ণপদক পেলেন হিমা। এর আগে হিমা ২ জুলাই পোল্যান্ডে পদনান মিটে ২০০ মিটারে সোনা জেতেন অসমের এই বিস্ময়। পিঠে ব্যথা নিয়েও ৮ জুলাই দ্বিতীয় সোনাও জেতেন পোল্যান্ডে।

তাবোরে ২০০ মিটার দৌড় জিতেছিলেন। ২০০ মিটারে তৃতীয় স্বর্ণপদক পান চেক রিপাবলিকের ক্লান্দো মিটে। শেষ তাঁর নিজের পছন্দের ৪০০ মিটারে ফিরে তুলে নেন পঞ্চম সোনা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর প্রশংসা করে তাঁকে ফোন করেছেন সচিন তেন্ডুলকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =