প্রোফাইল ব্ল্যাক! আরজি কর-কাণ্ডে আবারও প্রতিবাদী সৌরভ?

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর মন্তব্য অনেকেই  ভালো…

sourav black

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর মন্তব্য অনেকেই  ভালো চোখে নেননি৷ সোশ্যাল মিডিয়া অনেক বিদ্রুপও সহ্য করতে হয়েছে৷ এবার কি ফের প্রতিবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়?

 

সোমবার রাত ১০টা বেজে ২০ মিনিট৷ নিজের এক্সে (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে নিজের ছবি মুছে দেন মহারাজ। প্রোফাইল পিকচার ব্ল্যাক করে দেন তিনি। এমনকি, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপ ডিপিও ব্ল্যাক করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।এর সরাসরি কারণ উল্লেখ না করেলও, মনে করা হচ্ছে, আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়েই এই পদক্ষেপ করেছেন সৌরভ৷ অন্য দিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের তরফেও মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আরজি কর-কাণ্ডে কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন সৌরভ৷ এই ঘটনাটিকে ভয়ানক বলেও মন্তব্য করেছিলেন তিনি৷ কিন্তু, সৌরভকে যখন মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেছিলেন, ‘একটি দুর্ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিক ভাবে বিচার করা উচিৎ নয়।’ তাঁর এই মন্তব্যেই শোরগোল পড়ে৷