Aajbikel

প্রয়াত কলকাতা ময়দানের ‘বড়ে মিঞা’, কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব

 | 
মহম্মদ হাবিব

 কলকাতা: প্রয়াত ভারতীয় ফুটবলের কিংবদন্তী৷ ৬০ এবং ৭০-এর দশকে কলকাতা ফুটবলের অন্যতম বড় তারকা ছিলেন মহম্মদ হাবিব। কলকাতার ময়দানে তিনি পরিচিত ছিলেন ‘বড়ে মিঞা’ নামে৷ মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর৷ কলকাতার তিন প্রধান দলেই খেলেছিলেন মহম্মদ হাবিব। শ্যাম থাপা থেকে সুভাষ ভৌমিক, তাঁর কাছে পাসের আর্জি জানিয়ে রাখতেন সকলেই৷ মহম্মদ হাবিব ছিলেন গেম মেকার৷ 


বেশ কিছু বছর ধরেই অ্যালঝাইমারে ভুগছিলেন মহম্মদ হাবিব। ২০১৯ সালে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। হায়দরাবাদে জন্ম হলেও, তাঁর ফুটবল জীবন আবর্তিত হয়েছিল কলকাতায়। ১৯৬৬ সালে যোগ দেন ইস্টবেঙ্গল ক্লাবে৷ নবাবের শহরে জন্ম বলেই কলকাতা ময়দানে তিনি পরিচিত ছিলেন ‘বড়ে মিঞা’ নামে। তাঁর ভাই আকবরকে সকলে বলত ‘ছোটে মিঞা’।


১৯৬৯ সাল পর্যন্ত হলুদ-মেরুন শিবিরে খেলার পর হাবিব যোগ দেন মোহনবাগানে৷ তবে ফুটবল জীবনের বেশির ভাগ সময়টাই কেটেছিল ইস্টবেঙ্গলের মাঠে৷ মহমেডানেও খেলেছিলেন তিনি। ১৯৮৪ সালে মোহনবাগানের হয়ে খেলেই অবসর নেন। ১৯৬৮ সালে মোহনবাগানে খেলার সময় তাঁর প্রশিক্ষক ছিলেন অমল মজুমদার৷ ফুটবলার হিসাবে অবসর গ্রহণের পর কোচিং দেওয়া শুরু করেন তিনি৷ টাটা ফুটবল অ্যাকাডেমিতেও কোচিং করিয়েছিলেন হাবিব৷ 
  

 

Around The Web

Trending News

You May like