bishan singh bedi
নয়াদিল্লি: দেশের ক্রীড়াজগতের জন্য মন খারাপ করা খবর। প্রয়াত দেশের প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক বিষাণ সিং বেদী। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এই মৃত্যুর খবরে ভারতের ক্রীড়ামহল তো বটেই, আপামর ক্রিকেট প্রেমী মানুষ শোকার্ত। এক সময়ে ভারতের স্পিন আক্রমণের সেরা অস্ত্র ছিলেন তিনি।
১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট খেলে ২৬৬ টি উইকেট নিয়েছিলেন বিষাণ সিং বেদী। টেস্ট ছাড়া এই সময়ে তিনি খেলেছিলেন ১০ টি ওয়ান ডে। এক দিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। এরাপল্লি প্রসন্ন ও বি চন্দ্রশেখরের সঙ্গে মিলে এক শক্তিশালী স্পিন বিভাগ তৈরি করেছিলেন বেদী। সেই সময়ে সেটাই ভারতের অন্যতম সফল অস্ত্র ছিল বোলিংয়ের ক্ষেত্রে। ভারতের প্রথম এক দিনের ম্যাচ জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনিই। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিরুদ্ধে ১২ ওভারে ৮টি মেডেন-সহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। মূলত তাঁর কারণেই পূর্ব আফ্রিকা ১২০ রানে আটকে গিয়েছিল।
১৯৪৬ সালের সেপ্টেম্বরে পঞ্জাবে জন্ম নেওয়ার পর মাত্র ১৫ বছর বয়সে নর্দার্ন পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন বেদী। ১৯৬৬ সালে তাঁর প্রথম আন্তর্জাতিক খেলা শুরু। ঘরোয়া ক্রিকেটে ১৯৬৮-৬৯ মরসুমে তিনি যোগ দেন দিল্লিতে। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মরসুমে দিল্লির অধিনায়কও ছিলেন। তাঁর নেতৃত্বেই রঞ্জি ট্রফিতে দু’বার রানার্স হয় দিল্লি।