কলকাতায় এই প্রথম বার এক অনুষ্ঠানে বাবা-মেয়ে! নেতৃত্ব নিয়ে পরামর্শ দেবেন সৌরভ

কলকাতা: এই প্রথম কলকাতায় একমঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সানা গঙ্গোপাধ্যায়। আগামী ১৭ অগাস্ট বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে৷ সৌজন্যে আবশ্য কন্যা সারা৷…

sourav sana2

কলকাতা: এই প্রথম কলকাতায় একমঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সানা গঙ্গোপাধ্যায়। আগামী ১৭ অগাস্ট বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে৷ সৌজন্যে আবশ্য কন্যা সারা৷ তিনি লন্ডনে যে সংস্থায় কর্মরত, ভারতে সেই সংস্থা ইনোভার্ভের সদর দফতর কলকাতায়। সেই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তাঁর বাবা সৌরভ।  নেতৃত্ব দেওয়া নিয়ে নিজের নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেবেন সৌরভ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানান, তিনি মেয়ে সানার কাছ থেকেই প্রথম ইনোভার্ভের ব্যাপারে জানতে পারেন৷ এই সংস্থাকে নিয়ে সানা যতটা উৎসাহী, ও সংস্থাকে যতটা ভালবাসে, সেটা দেখে তিনি অনেকটাই অবাক। অফিসের প্রতি তিনি ডেডিকেটেড৷ নিজের দলের সঙ্গে কাজ করতে সব সময়ই উৎসাহী৷ সানাই তাঁর দলে সবচেয়ে ছোট৷ সৌরভ বলেন, ‘‘ও এখানে কাজ করে গর্বিত, আনন্দও পায়, তার মানে বুঝতে হবে এই সংস্থার মধ্যে কোনও বিশেষ ব্যাপার আছে।’’