হোটেলের ঘর ছেড়ে ব্রাজিল ম্যাচে গ্যালারিতে নেইমার! হতবাক দর্শকরা

হোটেলের ঘর ছেড়ে ব্রাজিল ম্যাচে গ্যালারিতে নেইমার! হতবাক দর্শকরা

দোহা: প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি তিনি। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের তৃতীয় ম্যাচেও নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। পায়ের চোট নিয়ে রয়েছেন হোটেলেই। আচমকাই সেই নেইমার হাজির হলেন গ্যালারিতে। সেখানে বসেই দেখলেন  রিচার্লিসন, ভিনিসিয়াসদের খেলা৷ এদিকে, গ্যালারির মাঝে নেইমারকে দেখে হতবাক ব্রাজিল সমর্থকরা। তবে কিছু ক্ষণের মধ্যেই ভুল ভাঙে সবার। ব্যাপারটা কী? 

আরও পড়ুন- বাদশার ব়্যাপে হার্দিকের সঙ্গে নাচ ধোনির, ভাইরাল হল ভিডিয়ো

আসলে এদিনের ম্যাচে যাঁকে গ্যালারিতে দেখা গিয়েছিল তিনি আসল নেইমার নন। হুবহু তাঁর মতো দেখতে। এক ঝলকে দেখলে অনেকেই নেইমার বলে ভুল করবেন৷ গ্যালারিতে তাঁকে দেখে খানিক অবাক হয়ে গিয়েছিলেন ব্রাজিলের সমর্থকরাও। সেই নকল নেইমারের সঙ্গে শুরু হয় সেলফি তোলার হিড়িক৷ পরে ভিড়ের মধ্যে থেকে রক্ষীরা কোনও মতে সেই নকল নেইমারকে বার করে নিয়ে যান। শুধু গ্যালারিতে থাকা দর্শকরাই নন, বেশ কয়েকটি সংবাদমাধ্যমও নকল নেইমারকে আসল ভেবে ভুল করে বসে। তারাও নকল নেইমারের ছবি প্রকাশ করে জানায়, ব্রাজিল ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে নেইমারকে৷ পরে অবশ্য সকলেই ভুল শুধরে নেয়৷