ইউরোয় দুই ভিন্ন ছবি! বিস্মমানের গোল-সহজ গোল হাতছাড়া

ইউরোয় দুই ভিন্ন ছবি! বিস্মমানের গোল-সহজ গোল হাতছাড়া

62eaab917ed6e5713af4e94f30105c8f

গ্লাসগো: ইউরো কাপে একরাতে উঠে এল দুই ভিন্ন চিত্র। একদিকে গোল করার বারবার সুযোগ পেয়েও গোটা ম্যাচ রইল গোলশূন্য। অন্যদিকে তাক লাগানো বিশ্বমানের গোল। যে গোলের ছবি চমকে দিল মেসি-রোনাল্ডোদের। তেমনই দুই ইউরো কাপের ম্যাচের সাক্ষী থাকল সোমবারের রাত। ইউরো কাপের ম্যাচ চলছিল স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্রের মধ্যে। দ্বিতীয়ার্ধের ম্যাচ চলছে এবং ম্যাচের সময় তখন ঠিক ৫২মিনিট। সে সময় ১-০ গোলে স্কটল্যান্ড এর বিরুদ্ধে ম্যাচে এগিয়ে রয়েছে চেক প্রজাতন্ত্র। আর ঠিক তখনই ইউরো ইতিহাসের অন্যতম বিস্ময় সূচক গোলটি করে ফেললেন চেক প্রজাতন্ত্রের ফরওয়ার্ড প্যাট্রিক শিক।

ম্যাচের সময় দেখা যায় সে সময় মাঠের মাঝখানে থেকে বেশ কিছুটা এগিয়ে ছিলেন শিক। গোল হওয়ার কোনো রকম সুযোগ নেই ভেবে গোল লাইন থেকে বেশ খানিকটা এগিয়ে ছিলেন স্কটিশ গোলরক্ষক ডেভিড মার্শাল। সেটাই দেখে নিয়ে সুযোগ কাজে লাগান প্যাট্রিক। একটামাত্র সুযোগ পেয়েই গোল লক্ষ্য করে শট নেন তিনি। ডান পায়ে মারা সেই অসাধারণ দক্ষতার শট জালে জড়িয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে পিছন থেকে দৌড়ে এসেও সেই শট বাঁচাতে ব্যর্থ হন স্কটিশ গোলকিপার। এমন অসাধারণ গোল বোধ হয় বহু বছর দেখে নি ফুটবল বিশ্ব। এই গোল ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। কার্যত এই গোলটি করে ইতিহাস রচনা করলেন চেক প্রজাতন্ত্রের এই তারকা।  তার গোলের সৌজন্যেই ম্যাচটি স্কটল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে চেক প্রজাতন্ত্র।

অন্যদিকে একই রাত্রে ইউরোর অপর ম্যাচে বার-বার গোলের সুযোগ পেয়েও সুযোগ হাতছাড়া করল অন্যতম সেরা দেশ স্পেন। যা নিয়ে হতাশ সমর্থকরা। ৮৬ শতাংশ বল পজেশন, ৯১৭টা পাস , গোল লক্ষ্য করে ১৭টা শট। এরপরেও গোল হল না গোটা ম্যাচে। সুইডেনের বিরুদ্ধে ইউরো শুরুর ম্যাচে গোলশূন্য ড্র স্প্যানিশ আর্মাডার। চলতি ইউরোয় প্রথম ন’ম্যাচে যেখানে গড়ে প্রায় তিনটি করে (২৪) গোল হয়েছে সেখানে এদিন সুইডেনের জালে একটিও বল জড়াতে পারলেন না আলভারো মোরাতা, ফেরান তোরেসরা। সহজ গোলের সুযোগ পেয়েও সুযোগ হাতছাড়া করল দুই দলই। ফলে ম্যাচ ড্র হলেও অতি খারাপ ম্যাচের সাক্ষী থাকল ইউরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *