রুদ্ধশ্বাস ম্যাচ শেষে ইউরো সেরা স্পেন, স্প্যানিশ আর্মাডায় ছিন্নভিন্ন ব্রিটিশ ফুটবল

কলকাতা: ২০২৪ ইউরো কাপে জিতে নিল স্পেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ২-১ গোলে জয়লাভ করল স্প্যানিশ আর্মাডা। এই ম্যাচে দুটি গোলের মধ্যে একটি আসে নিকো…

কলকাতা: ২০২৪ ইউরো কাপে জিতে নিল স্পেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ২-১ গোলে জয়লাভ করল স্প্যানিশ আর্মাডা। এই ম্যাচে দুটি গোলের মধ্যে একটি আসে নিকো উইলিয়ামসের পা থেকে৷ অন্যটি করেন পরিবর্ত ফুটবলার ওয়ারজাবাল। এই নিয়ে চতুর্থবার ইউরো কাপের খেতাব জিতল স্পেন। এর আগে  ১৯৬৪, ২০০৮ এবং ২০১৪ সালে ইউরো কাপ ছিনিয়ে নিয়েছিল তারা৷

 

ম্যাচের প্রথমার্ধের দুই দল কেউ কাউকে জায়গা ছাড়েনি৷ গোলও হয়নি৷ দ্বিতীয়ার্ধে শুরুতেই আসে গোল৷ ম্য়াচের ৪৭ মিনিটে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান নিকো উইলিয়ামস। ম্যাচের ৭৩ মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান পালমার। এই রকম টানটান পরিস্থিতিতে সকলেই প্রায় ধরে নিয়েছিলেন ম্যাচটা অতিরিক্ত সময় গড়াবে। কিন্তু, ৮৬ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসেবে খেলতে নামা মিকেল ওয়ারজাবাল গোটা ম্যাচের মোড় বদলে যায়৷ কুকুরেয়ার অসাধারণ একটি পাস থেকে গোল করে স্পেনের স্কোর ২-১ পৌঁছে দেন তিনি৷