লন্ডন: ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হেলায় হারালো ইংল্যান্ড। গোল করলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবলার রহিম স্টার্লিং। রবিবাসরীয় বিকেলে ইউরো কাপে সেয়ানে-সেয়ানে লড়াইয়ে নেমেছিল ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। তারকাখচিত ইংল্যান্ড প্রথম থেকেই ইউরো ২০২০-এর অন্যতম ফেভারিট। রবিবার লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরোর শুরুটাও সেইভাবেই করল ইংরেজরা।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ দল ক্রোয়েশিয়ার সঙ্গে। প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করে হ্যারি কেনের দল। ক্রোয়েশিয়াকে সূচাগ্র জমিও না ছেড়ে একের পর এক আক্রমণে অতিষ্ঠ করে তোলে ক্রোট গোলরক্ষক লিভাকোভিচকে। প্রথমার্ধে ম্যাচে সেভাবে দাঁত ফোঁটাতেই পারেনি মদ্রিচরা। বিরতির পর তাও ম্যাচের ধাঁচ কিছুটা ধরতে সক্ষম হয় ক্রোয়েশিয়া।
দ্বিতীয়ার্ধে লড়াই আরও হাড্ডাহাড্ডি হয়। ইংরেজদের পাশাপাশি ক্রোটরাও মুহুর্মুহু আক্রমণে উঠে আসে। কিন্তু দুরন্ত এক প্রতিআক্রমণ থেকে ৫৭ মিনিটে রহিম স্টার্লিং গোলের ঠিকানা খুঁজে নেন। ১-০ গোলে এগিয়ে যায় সাইথগেটের ছেলেরা। এরপর গোটা ম্যাচে চেষ্টা করেও গোলের মুখ দেখতে পেল না মদ্রিচরা। নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত সময়েও ক্রোটদের গোল করার বিশেষ উৎসাহ দেখা গেল না।