বার্সালোনার সঙ্গে চুক্তি শেষ লিও মেসির, তবে কি এবার মেসি জমানার অবসান?

বার্সালোনার সঙ্গে চুক্তি শেষ লিও মেসির, তবে কি এবার মেসি জমানার অবসান?

1a5a041fa743f411f74a030c58d6f743

বার্সালোনা: দীর্ঘ ১৮ বছরের মধ্যে এই প্রথমবার ফুটবল ক্লাব বার্সেলোনার সদস্য নন লিওনেল মেসি। ক্লাব ফুটবলের পরিভাষায় তিনি এখন ‘ফ্রি এজেন্ট’। অর্থাৎ এবার যে কোনো ক্লাব তাকে নেওয়ার চেষ্টা করতেই পারে। তিনিও এবার যে কোনো ক্লাবে খেলতে পারেন। ৩০ জুন বার্সালোনার সঙ্গে লিও মেসির চুক্তির শেষদিন ছিল।

মাত্র ১৬ বছর বয়স থেকে ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলছেন লিওনেল মেসি। তার দখলে রয়েছে বিশ্ব ফুটবলের রেকর্ড সংখ্যক ট্রফি এবং নজিরবিহীন সব রেকর্ড। কিন্তু গত বছর থেকেই আর বার্সালোনায় থাকতে চাইছেন না লিও। তাও নিয়মের বাঁধনে আটকা পড়ে তাকে ২০২০-২১ মরশুমও বার্সাতেই থেকে যেতে হয়েছে। গত ৩০ জুন ক্লাবের সঙ্গে তার চুক্তির শেষদিন ছিল। আগামী মরশুম থেকেও বার্সাতেই খেলতে চাইলে তাকে বুধবার রাতের মধ্যেই নতুন চুক্তিতে সই করতে হত। কিন্তু তিনি তার করলেন না। তাই নিয়মানুযায়ী বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আপাতত ‘ফ্রি এজেন্ট’। যে কোনো ক্লাব তাকে নেওয়ার জন্য ঝাঁপাতেই পারে।

তবে মেসি যে আবার বার্সালোনাতেই খেলবেন তা নিয়ে যথেষ্ট আশাবাদী ক্লাবের প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা। প্রথম থেকেই তিনি বলে আসছেন, ক্লাব কর্তৃপক্ষ মেসির সঙ্গে কথা বলছে। তারা মেসিকে দিয়ে নতুন চুক্তিতে সই করাতে চান। তবে লিও এই নতুন চুক্তির বিনিময়ে বিরাট অঙ্কের টাকা চেয়েছেন যা বার্সার পক্ষে দেওয়া কোনোমতেই দেওয়া সম্ভব নয়। ক্লাব ইতিমধ্যেই কয়েকশো কোটি টাকার ঋণে ডুবে রয়েছে। এদিকে ঘনিষ্ঠ মহলে মেসি জানিয়েছেন যে তিনি আর বার্সায় থাকতে চান না। সুতরাং সব দিক দেখলে বুঝতে অসুবিধা হয় না যে, ফুটবল ক্লাব বার্সেলোনায় শেষ হতে চলেছে লিওনেল মেসি জমানা। তিনি সম্ভবত এখন অন্য কোনো ইউরোপীয় ক্লাবে সই করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *