Aajbikel

ডুরান্ড ফাইনালের পর আক্রান্ত ইস্টবেঙ্গল সমর্থকরা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ক্লাব

 | 
eastbengal

কলকাতা: একে ডুরান্ড কাপের ফাইনাল, তারওপর ডার্বি। উত্তেজনা যে কয়েকগুণ বেশ থাকবে তা জানাই ছিল। এমনিতেই এই ম্যাচের পর স্টেডিয়ামের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার তা একটু বেশি ভাবেই ছড়িয়েছিল। যার জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। লাল-হলুদের অভিযোগ, মোহনবাগান সমর্থকদের আক্রমণের শিকার হয়েছেন তারা এবং এই জিনিস বরাবর হয়েছে আসছে। ক্লাব কর্তৃপক্ষের তরফে প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 

ফাইনালে ডার্বি জিতে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। কিন্তু এরপরেই দর্শকরা মাঠের বাইরে এলে ঝামেলা শুরু হয়। একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, এক ইস্টবেঙ্গল সমর্থকের জার্সি ছিঁড়ে নিচ্ছে মোহনবাগান সমর্থকরা। অন্যদিকে আর একটি ভিডিওতে দেখা গিয়েছে, ইস্টবেঙ্গলের লাল-হলুদ পতাকা রাস্তায় ফেলে তাতে লাঠি মারা হচ্ছে। আবার কাদাপাড়া অঞ্চল থেকে লাল-হলুদ জনতাকে মারধরের অভিযোগও উঠেছে। কেউ কেউ রক্তাক্ত হয়েছেন বলেও খবর। (ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম) এই ইস্যুতে আজ সাংবাদিক বৈঠক করে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। 

মোহনবাগান কর্তাদের প্ররোচনামূলক মন্তব্যের জন্য এই ঘটনা ঘটছে, নাকি বিধাননগর পুলিশ কমিশনারেটের ব্যর্থতায় এই ঘটনা আটকানো যাচ্ছে না, তা খতিয়ে দেখার আবেদন ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটকে চিঠিও দিয়েছেন তারা। এছাড়া আরও জানানো হয়েছে, আহত ইস্টবেঙ্গল সমর্থকদের চিকিৎসার খরচ বহন করার দায়িত্ব নিচ্ছে ক্লাব। 

Around The Web

Trending News

You May like