১০ গোল ইস্টবেঙ্গলের! কলকাতা লীগে ধরাশায়ী খিদিরপুর

১০ গোল ইস্টবেঙ্গলের! কলকাতা লীগে ধরাশায়ী খিদিরপুর

e9418abf126b1f706fb763e0ec2fa86d

কলকাতা: সুপার সিক্সের প্রথম ম্যাচে মহামেডানের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তাই কলকাতা লীগ জেতার জন্য টিকে থাকতে আজকের ম্যাচ অবশ্যই জিততে হত লাল-হলুদকে। খিদিরপুরের বিরুদ্ধে সেই ম্যাচ জিতল বিনো জর্জের ছেলেরা। কিন্তু খেলার যে এই স্কোরলাইন হবে তা হয়তো কেউই কল্পনা পর্যন্ত করতে পারেনি। কলকাতা লীগের আজকের ম্যাচে খিদিরপুরকে ১০-১ গোলে হারাল লাল-হলুদ। ম্যাচ হল দুটি হ্যাটট্রিক। 

এদিন ম্যাচের শুরুর মুহূর্ত থেকেই রাশ নিজেদের হাতে রেখেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৬ মিনিটে প্রথম গোল করে  পিভি বিষ্ণু। তারপর ১০ মিনিট এবং ৩৮ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। এরপর মোহীতোশ নিজের হ্যাটট্রিক করেন ৪১ মিনিট, ৪৫ মিনিট এবং ৪৫(+২) মিনিটে গোল করে। মাঝে ৪৩ মিনিটে খিদিরপুর একটি গোল শোধ করে, তবে তা যে শান্তনা পুরষ্কারের থেকেও কম সেটা বলাই বাহুল্য। কারণ দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবার কার্যত গোলের বন্যা ইস্টবেঙ্গলের। 

৫১ মিনিতে বিষ্ণুর পর ৫৪ মিনিটে জেসিন টিকে, শেষে ৫৬ মিনিট এবং ৮২ মিনিটে গোল করেন ভিপি সুহের। খেলা যখন শেষ হল তখন স্কোরলাইন ১০-১! গত ম্যাচে মহামেডানের বিরুদ্ধে সিনিয়র-জুনিয়র প্লেয়ার মিলিয়ে খেলেছিল লাল-হলুদ। ফল আশানুরুপ হয়নি। সমর্থকদের বক্তব্যও ছিল যে, কলকাতা লীগে খেলা মূল দলটাকেই নামানো উচিত ছিল তাহলে হয়তো খেলার ফল অন্য হতে পারত। যাই হোক, গত ম্যাচ ভুলে আজ দাপিয়ে খেলা ইস্টবেঙ্গলের লক্ষ্য এখনও স্থির, কলকাতা লীগ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *