আইএসএল: কেন্দ্রীয় সরকারের কাছে ইস্ট বেঙ্গলের নয়া আবেদন

আইএসএল: কেন্দ্রীয় সরকারের কাছে ইস্ট বেঙ্গলের নয়া আবেদন

কলকাতা: কোয়েসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর স্পনসর সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল লাল-হলুদ তাঁবু সমস্যা সমাধান করতে মাঠে নামতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নবান্ন থেকে নতুন স্পনসরের ঘোষণা হয়েছে৷ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্পনসর সমস্যা মেটার পর এবার আইএসএলে খেলতে চেয়ে কেন্দ্রের শরণাপন্ন ইস্ট বেঙ্গল৷

আইএসএলে খেলার বিষয়ে ইস্ট বেঙ্গলের সঙ্গে বিড পেপার তুলেছে একটি ব্রিটিশ সংস্থা৷ খেলার শর্ত হিসাবে ৫  বছরের ব্যাঙ্ক গ্যারান্টিসহ এক সপ্তাহের মধ্যে ২০০ কোটি লগ্নি করতে হবে৷ কিন্তু, ইস্ট বেঙ্গলের কাছে এই মুহূর্তে কঠিন৷ যদিও, ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের ধারণা, এবারের আইএসএলের বিডে ইস্ট বেঙ্গলকে সুযোগ দেওয়া উচিত৷ জানা গিয়েছে, গোটা প্রক্রিয়ার প্রথম পদক্ষপ হিসাবে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্সের অধীনে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনের নাম নথিভুক্ত করার আবেদন করেছে৷ ওই অনুমোদনের পর পরবর্তী ধাপের প্রক্রিয়াগুলি শুরু হবে৷

সূত্রের খবর, দু’একদিনের মধ্যেই ইস্ট বেঙ্গলের আবেদন মঞ্জুর হতে পারে৷ বিদেশি খেলোয়াড় চয়নের ব্যাপারটি বাঙ্গুররা নিজেরাই দেখছেন৷ বুন্দেশলিগের খেলা একঝাঁক মিডফিল্ডার ও স্ট্রাইকার নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর৷ সাবেক যুগোস্লাভিয়ার জাতীয় দলের খেলোয়াড় রিস্তো ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 3 =