কলকাতা: ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু লাল-হলুদ জনতার ডার্বি জেতার উন্মাদনা কমেছে বলে মনে হয় না। সোশ্যাল মিডিয়ায় এখনও তরজা চলছে পড়শি ক্লাবের সঙ্গে। তবে ডুরান্ডের ডার্বি জয়ের সেই উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে বজায় রাখল ইস্টবেঙ্গলের ছোটরাও। কলকাতা লীগে নিজেদের জয় অব্যাহত রেখেছে তারা। আজ পুলিশ এসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।
কলকাতা ময়দানের প্রাচীন প্রবাদ, ডার্বি জেতার পর ইস্টবেঙ্গল বা মোহনবাগানের পরবর্তী ম্যাচ কঠিন হয়, তা সে যে কোনও প্রতিপক্ষই হোক না কেন। যদিও দুই টুর্নামেন্টে দুই ভিন্ন দল, তবুও ক্লাব তো এক। কিন্তু এদিন সেই প্রবাদ ভুল প্রমাণ করে দিয়েছে লাল-হলুদ বাহিনীর ছোটরা। খেলার ফল অন্য হতে পারত, ম্যাচ ড্র করে মাঠ ছাড়তে হতে পারত ইস্টবেঙ্গলকে। কিন্তু অবশেষে তা হয়নি। এদিন খেলার ১৫ মিনিটে অভিষেক কুঞ্জমের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু ৪৭ মিনিটে এই খেলায় সমতা ফেরায় পুলিশ। এরপর ৮৭ মিনিট পর্যন্ত খেলায় আর গোল হয়নি। অনেকের ভেবেছিলেন যে ম্যাচটা ১-১ হয়েই শেষ হচ্ছে। কিন্তু তা হতে দিলেন না ইস্টবেঙ্গলের বিষ্ণু পিভি।
৬২ মিনিটে ইস্টবেঙ্গল তিনটি পরিবর্তন করে। অভিষেক কুঞ্জম, গুরনাজ সিং এবং আমন সিকে-কে তুলে নেন কোচ বিনো জর্জ। নামান মহীতোষ রায়, বিষ্ণু পিভি এবং সঞ্জীব ঘোষকে। আর ৮৮ মিনিটে বিষ্ণু গোল করেন। ২-১ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে লাল-হলুদ। আপাতত লীগ টেবিলে ইস্টবেঙ্গল শীর্ষে রয়েছে এই গ্রুপে। ছবি সৌজন্যে : East Bengal FC