Aajbikel

একটি বিশেষ ক্লাবকে সুবিধা করে দেওয়া হচ্ছে! ডার্বির আগে বিস্ফোরক লাল-হলুদ

 | 
east bengal

কলকাতা: ১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে হতে চলেছে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই সেমিফাইনালে পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছে। তাই ফাইনাল যে অনবদ্য হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। যদিও মোহনবাগানের খেলায় একটি পেনাল্টি দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিরাটভাবে। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত হইচই। রবিবারের ডার্বির আগে এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করল ইস্টবেঙ্গলও। ডুরান্ড কাপে যে ভাবে রেফারিং হচ্ছে তা নিয়ে অভিযোগ লাল-হলুদ কর্তাদের। একই সঙ্গে একটি বিশেষ দলকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলে দাবি তাদের।

নাম না করে মোহনবাগানের বিরুদ্ধে দু’টি ম্যাচে রেফারিদের ত্রুটি নজরে আনেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত বিশ্বাস। তাঁর কথায়, কোয়ার্টার ফাইনালে মুম্বই সিটির বিরুদ্ধে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল। কিন্তু রেফারি তো পেনাল্টি দেনইনি, উল্টে প্রতিবাদের জন্যে মুম্বইয়ের প্লেয়ারকেই হলুদ কার্ড দেখান। এফসি গোয়া ম্যাচে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। বক্সের বাইরে ফাউল করা হলে রেফারি গোয়ার বিরুদ্ধে পেনাল্টি দেন। রিপ্লে-তে স্পষ্ট দেখা গিয়েছে যে, ফাউল বক্সের বাইরে হয়েছে, এমনই দাবি লাল-হলুদের। দু’টি ঘটনার ছবিও তুলে ধরা হয়েছে সংবাদমাধ্যমের সামনে। 

এমনকি গতকাল ম্যাচ শেষে এফসি গোয়ার কোচ ম্যানোলো রোকাও কার্যত একই অভিযোগ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ভারতীয় ফুটবলে এমনটা হয়েই থাকে। এর আগে আইএসএল ফাইনালেও এমনটাই হয়েছিল। (যে ম্যাচ বেঙ্গালুরু এবং মোহনবাগানের মধ্যে হয়)। তাই তিনি আলাদা করে রেফারি নিয়ে কিছু বলতে চাননি। রেফারি ইস্যু ছাড়াও মোহনবাগানের ফুটবলার রেজিস্ট্রেশন নিয়েও আপত্তি রয়েছে ইস্টবেঙ্গলের। তাদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে ডুরান্ডে প্রথম ডার্বির পরেই ৩৩ জন ফুটবলার রেজিস্ট্রেশন করে এমবিএসজি। দাবি, সেই অভিযোগ কানে তোলা হয়নি। 

Around The Web

Trending News

You May like