east bengal
কলকাতা: সম্ভাবনা যেমন ছিল ঠিক তেমনই হল। আইএসএলের প্রথম ডার্বি অর্থাৎ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ পিছিয়ে গেল। সূচি অনুযায়ী ২৮ অক্টোবর ছিল চলতি মরশুমের আইএসএলের প্রথম কলকাতা ডার্বি। কিন্তু সেই দিনই আবার ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের ম্যাচ। মুখোমুখি হতে চলেছে নেদারল্যান্ড এবং বাংলাদেশ। তাই নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচ নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। অবশেষে ম্যাচ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে কবে এই ম্যাচ হবে, তা এখনও বলা হয়নি।
ডার্বি তো পিছিয়েছে, এর সঙ্গে ইস্টবেঙ্গলের একটি হোম ম্যাচের মাঠ পরিবর্তন করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ইস্টবেঙ্গল এফসি এবং এফসি গোয়ার মধ্যে ম্যাচটি কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন সপ্তমী হওয়ায় ম্যাচের মাঠ বদলে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। অর্থাৎ, লাল-হলুদ নিজেদের ‘হোম’ ম্যাচ পড়শি রাজ্য ওড়িশায় খেলবে! স্বাভাবিকভাবেই এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ইস্টবেঙ্গল জনতার মধ্যে। কেন ম্যাচটি ‘অ্যাওয়ে’ করে গোয়ায় দেওয়া হল না, কেন ওড়িশায় খেলতে হবে ইস্টবেঙ্গলকে, তা নিয়ে প্রশ্ন। যদিও এই নিয়ে ক্লাব কর্তৃপক্ষ কোনও প্রতিবাদ করেনি।