নক আউটে উঠলেই হবে অপ্রত্যাশিত ব্যাপার! এ কী বললেন লাল-হলুদ ‘বস’

নক আউটে উঠলেই হবে অপ্রত্যাশিত ব্যাপার! এ কী বললেন লাল-হলুদ ‘বস’

কলকাতা: ৭ অক্টোবর আইএসএলের প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টারস। কিন্তু প্রথম ম্যাচে নামার আগেই কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন লাল-হলুদ ‘বস’ স্টিফেন কনস্ট্যানটাইন। বললেন, তাঁর দল প্লে-অফ খেলতে পারলেই সেটা হবে অঘটন! আইএসএল অভিযান শুরুর আগে নিজেদের এভাবে পিছিয়ে রাখলেন তিনি। কিন্তু কেন এমন বললেন স্টিফেন? তাহলে কি নিজের দলের ওপরই ভরসা নেই তাঁর? আসলে বিষয়টি ঠিক সেরকম নয়।

আরও পড়ুন- ভারতের জার্সিতে আবেগে ঝুলন, শেষ ম্যাচকে স্মরনীয় করতে লর্ডসকে তুলে আনা হচ্ছে কলকাতায়

বাছাই করা কিছু সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন লাল-হলুদ হেড কোচ জানিয়েছেন, একবারেই সব সম্ভব হবে এমনটা ভাবা ভুল। অন্য টিমের থেকে তাঁর টিম অন্তত ২ মাস পিছিয়ে আছে সেটা মানতে হবে। তাই সময় চেয়ে নিয়েছেন তিনি। এখনই বেশি আশা করা যে ঠিক নয় তা স্পষ্টত বলছেন কনস্ট্যানটাইন। তাই এই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য, ইস্টবেঙ্গল নকআউটে উঠলে সেটা একেবারেই অঘটন হবে। যদিও তারা প্রথম ম্যাচ থেকেই পুরো পয়েন্ট তোলার দিকেই লক্ষ্য রাখবেন। এমনটা জানিয়েছেন তিনি।

সম্প্রতি ঘটা করে নতুন জার্সি উদ্বোধন করেছে ইস্টবেঙ্গল ক্লাব। নতুন জার্সিতে ফিরে এসেছে সেই পুরনো লাল-হলুদ ছোঁয়া। নতুন তিন জার্সি পরে মঞ্চে দেখা যায় ভারতীয় মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী, ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ক্লেইটন সিলভা এবং ভারতীয় ফরোয়ার্ড ভিপি সুহেরকে। তিনজনে যথাক্রমে হোম জার্সি, অ্যাওয়ে জার্সি এবং থার্ড কিট পরেছিলেন। ডুরান্ডের জার্সি দেখে অধিকাংশ সমর্থকরা এই দাবিই করেছিল যে পুরনো ছোঁয়া ফিরিয়ে নিয়ে আসা হোক। অ্যাওয়ে জার্সি চিরাচরিত সাদা এবং কাঁধে লাল-হলুদ রঙ। তবে থার্ড কিটে চমক আছে কারণ এইবার হালকা আকাশি রঙের জার্সি বানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =