ISL শুরুর আগে সমর্থকদের জন্য বিশেষ আর্জি ইস্ট-মোহনের, পরিবহন দফতরকে চিঠি

ISL শুরুর আগে সমর্থকদের জন্য বিশেষ আর্জি ইস্ট-মোহনের, পরিবহন দফতরকে চিঠি

east bengal

কলকাতা: ২১ তারিখ শুরু হয়ে গিয়েছে ২০২৩-২৪ মরশুমের আইএসএল। এবার এই টুর্নামেন্ট ১০ বছরে পা দিয়েছে। তাই অনেক বেশি উচ্ছ্বাস সব দলের সমর্থকদের মধ্যে। এদিকে এবারে এই খেলার সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে। গত বছর পর্যন্ত সন্ধ্যে বেলার খেলা শুরু হত সাড়ে ৭টায়। এবার থেকে তা হবে ৮টায়। তাই খেলা শেষও যে অনেক দেরিতে হবে তা স্বাভাবিক। এই কারণের জন্য সমর্থকদের পাশে দাঁড়াতে কলকাতার দুই ক্লাব বিশেষ আর্জি জানিয়েছে রাজ্যের পরিবহন দফতরকে। মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। 

বিষয় হল, রাত ১০ টায় খেলা শেষ হলে স্বাভাবিকভাবেই সমর্থকদের বাড়ি ফিরতে সমস্যা হবে। তাই অত রাতে রাস্তায় যাতে বাস, গাড়ির সংখ্যা থাকে সেই প্রেক্ষিতেই পরিবহন দফতরকে আর্জি জানানো হয়েছে দুই ক্লাবের তরফে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে আবেদন করেছে যাতে, তাদের হোম ম্যাচের দিন যুবভারতী স্টেডিয়ামের সামনে থেকে উল্টোডাঙা, এসপ্ল্যানেড, গড়িয়া, বেহালা, বারাসত, শিয়ালদহ, হাওড়া স্টেশনের মতো জায়গায় যাওয়ার জন্য যথেষ্ট সংখ্যক পরিবহণের ব্যবস্থা করা হয়। কারণ অন্যান্য জেলা থেকেও বহু মানুষ খেলা দেখতে আসেন। বহু মহিলা, বয়স্ক মানুষরাও থাকেন স্টেডিয়ামে। তাদের যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্যই এই ভাবনা। 

প্রসঙ্গত, শনিবার নিজেদের আইএসএল অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি। অন্যদিকে, সোমবার ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ নামছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। ডুরান্ড ফাইনালে ১৯ বছর পর দুই প্রধান মুখোমুখি হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। সেই ম্যাচে জয় পায় সবুজ-মেরুন। কিন্তু লাল-হলুদের জন্য এই মরশুম যেন স্বপ্নের মতো শুরু হয়েছে। শেষ ৩ বছরের ধাক্কা কাটিয়ে তারা ইতিমধ্যে সর্বভারতীয় এক টুর্নামেন্টে রানার্স হয়েছে। আইএসএলেও ভালো খেলতে মরিয়া তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *