BREAKING: এবার হবে ড্রিম-IPL , নয়া স্পনসর পেল বিসিসিআই

BREAKING: এবার হবে ড্রিম-IPL , নয়া স্পনসর পেল বিসিসিআই

809ac184d552785264a97ae9dff659b4

 

মুম্বই: ভারত-চিন সংঘাতের আবহে ইতিমধ্যেই চিনা সংস্থা ভিভোর স্পনসর্শিপ বাতিল করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ ভিভোকে বাতিল করে আইপিএলের পরবর্তী টাইটেল স্পনসর কে হবে তা নিয়ে ছিল জল্পনা৷ উঠে এসেছিল বেশকিছু সংস্থার নাম৷ এবার সবাইকে পেছনে ফেলে আইপিএলে বাজিমাত করল অনলাইন গেমিং অ্যাপ৷

আজ স্পনসর নির্বাচনে বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ৷ সেখানে আইপিএলে টাইটেল স্পনসর হিসেবে ‘ড্রিম ইলেভেন’কে নির্বাচন করা হয়৷ সূত্রের খবর, আইপিএলে টাইটেল স্পনসর হিসেবে ভিভোর থেকে বিসিসিআই ২০০ কোটি টাকা পাওয়া কথা ছিল৷ সেই চুক্তি বাতিল হওয়ার পর এবার গেমিং অ্যাপ ড্রিম ইলেভেন ২৫০ কোটি টাকার প্রস্তাব দিয়ে আইপিএলে টাইটেল স্পনসর ছিনিয়ে নিয়েছে৷

বিসিসিআই যখন চিনা মোবাইল সংস্থা ভিভোর স্পনসরশিপ চুক্তি বাতিল করে তারপরেই বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছিল স্পনসরশিপের জন্য যেন ভারতীয় সংস্থা বিড করে৷ তালিকায় উঠে আসে টাটা থেকে পতঞ্জলির নাম৷ ভারতীয় কোন কর্পোরেট সংস্থা আইপিএল স্পনসর করুক বলে দাবি উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে৷ সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসে পতঞ্জলিও৷ কিন্তু, আজ টাটা সংস্থাকে টপকে ‘ড্রিম ইলেভেন’ বেশি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়৷ সেখানে ২২২ কোটি টাকার বিনিময়ে ২০২১ সাল পর্যন্ত আইপিএলে টাইটেল স্পনসর ছিনিয়ে দেন ‘ড্রিম ইলেভেন’৷ ফলে, এবারের আইপিএলের নাম হতে চলেছে ‘ড্রিম-১১ আইপিএল’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *