ধোনির রেকর্ড ছুঁলেন ঋষভ পন্থ। ভারতীয় উইকেটকিপার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬টি ক্যাচ ধরে মহেন্দ্র সিং ধোনির টেস্ট ইনিংসে ৬টি ক্যাচের রেকর্ড স্পর্শ করলেন তিনি। ২১ বছরের ঋষভ শনিবার অস্ট্রেলিয়ার ৬ জনকে প্যাভেলিয়নে ফিরিয়ে দেন। অ্যাডিলেডে মহম্মদ সামির বলে হ্যাজেলউডের ক্যাচ ধরে ধোনির রেকর্ডের সমান হন। ২০০৯ সালে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি ক্যাচের রেকর্ড গড়েছিলেন ধোনি। ধোনির অবসর এবং ঋদ্ধিমান সাহার চোটের পর দলে এসেছেন ঋষভ। এটি তাঁর ষষ্ঠ টেস্ট। এপর্যন্ত ঋষভের সংগ্রহ ৩৪৬ রান, গড় ৪৩.২৫। সর্বোচ্চ স্কোর ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৪ রান।
