প্রকাশ্যে হাঁটু মুড়ে স্ত্রীর জুতো বেঁধালেন ধোনি, ভাইরাল ছবি

রাঁচি: লোকলজ্জার ভয় পরোয়া না করে দিব্যি হাঁটু মুড়ে স্ত্রীর জুতোর স্ট্র্যাপ বাঁধলেন ইন্ডিয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ প্রকাশ্যে হাঁটু মুড়ে স্ত্রী সাক্ষীর জুতোর ফিতে বেঁধে দেওয়ার ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ এই মুহূর্তে কিছু দিনের জন্য খেলা থেকে ছুটি নিয়েছেন ধোনি৷ পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন মাহি৷ কখনও শপিং, কখনও সপরিবারে

প্রকাশ্যে হাঁটু মুড়ে স্ত্রীর জুতো বেঁধালেন ধোনি, ভাইরাল ছবি

রাঁচি: লোকলজ্জার ভয় পরোয়া না করে দিব্যি হাঁটু মুড়ে স্ত্রীর জুতোর স্ট্র্যাপ বাঁধলেন ইন্ডিয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ প্রকাশ্যে হাঁটু মুড়ে স্ত্রী সাক্ষীর জুতোর ফিতে বেঁধে দেওয়ার ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

এই মুহূর্তে কিছু দিনের জন্য খেলা থেকে ছুটি নিয়েছেন ধোনি৷ পরিবারের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন মাহি৷ কখনও শপিং, কখনও সপরিবারে আম্বানির বিয়েতে সময় কাটাতে দেখা হচ্ছে ধোনিকে৷ এমনই একটি ছুটির দিনে ধোনির ভালবাসার নজরি ছড়িয়ে পড়ল সোশ্যাল দুনিয়ায়৷ সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী৷ ছবিতে দায়িত্ববান স্বামীর ভূমিকায় দেখা যায় ধোনিকে৷ সাক্ষী পরেছেন একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শর্ট ড্রেস৷ পোশাকটি পরে নিচু হয়ে জুতোর ফিতে বাঁধতে সম্ভবত অসুবিধা হচ্ছিল তাঁর৷ স্ত্রীর সমস্যা, দেখবেন না স্বামী? এটা হয় না কি? দায়িত্ব নিয়ে নিজের হাতেই করলেন সমস্যা সমস্যা সমাধান৷ হাঁটু মুড়ে মেঝেয় বসে স্ত্রী সাক্ষীর জুতোর ফিতে বেঁধে দিলেন ধোনি৷ এই সুযোগ অবশ্য হাতছাড়া করেননি স্ত্রী৷ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট৷ ছবির নিচে দিলেন ক্যাপশনটিও৷ সাক্ষী লিখেছেন, ‘জুতোর টাকা তুমি দিয়েছ, জুতোর ফিতেও তুমিই বাঁধো৷’ ব্যাস! বাকিটা বুঝে নিয়েছেন নেটিজেনরা৷

 

View this post on Instagram

 

You paid for the shoes so you tie them tooo ?? !!! Photo Credit – @k.a.b.b.s

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on Dec 15, 2018 at 9:54am PST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 19 =