টি ২০ দলে ফিরে এলেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের দলে খেলোয়াডডদের তালিকায় নাম রয়েছে ধোনির। ৩ মাসের চোটের জন্য বাদ পড়ার পর দলে ফিরেছেন হার্দিক পান্ডাও। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ টিমে এসেছেন ঋষভ পন্থ। এখন দলে থাকছেন তিনজন উইকেটকিপার। ধোনি, ঋষভ ও দীনেশ কার্তিক। গত অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যা দল ছিল, তাই রয়েছে। ক্যাপ্টেন বিরাট কোহলি। ভাইস ক্যাপ্টেন ওপেনার রোহিত শর্মা। একদিনের দলে রয়েছেন আম্বাতি রায়াডু। হার্দিকের বড়ভাই ক্রুনাল টি২০ টিমে আছেন। জানুয়ারির ১২ থেকে ১৮ অস্ট্রেলিয়ায় তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। জানুয়ারির ২৩ থেকে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত নিউডিল্যান্ডে ভারত পাঁচটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে।
ছুটি কাটিয়ে দলে ফিরলেন ধোনি
টি ২০ দলে ফিরে এলেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের দলে খেলোয়াডডদের তালিকায় নাম রয়েছে ধোনির। ৩ মাসের চোটের জন্য বাদ পড়ার পর দলে ফিরেছেন হার্দিক পান্ডাও। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ টিমে এসেছেন ঋষভ পন্থ। এখন দলে থাকছেন তিনজন উইকেটকিপার। ধোনি, ঋষভ ও দীনেশ কার্তিক। গত অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যা