কলকাতা: ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি হয়েছিল। তারপর থেকে আর কোনও টুর্নামেন্টে ফাইনালে ডার্বি হয়নি। তবে ১৯ বছর পর আবার এল সেই মাহেন্দ্রক্ষণ। রবিবার ডুরান্ড কাপের ফাইনালে হতে চলেছে কলকাতা ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। আজ এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্টস। আগের দিন নর্থইস্টকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট পাকা করেছিল ইস্টবেঙ্গল। তাই ১৯ বছর পর আবার ডুরান্ড ফাইনালে ডার্বি হচ্ছে।
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই ১৬ বার করে ডুরান্ড কাপ জিতেছে। অর্থাৎ এবার দুই দলের যে এই ট্রফি ছোঁবে সে আরও এক রেকর্ড করবে। পাশাপাশি পড়শি ক্লাবের থেকেও যে সে এগিয়ে যাবে তা বলাই বাহুল্য। ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি হয়েছিল। মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জেতে ইস্টবেঙ্গল। সেটাই লাল-হলুদের শেষ ডুরান্ড জেতা। এরপর না তারা ফাইনালে উঠতে পেরেছে, না ট্রফি জিতেছে। অন্যদিকে মোহনবাগান শেষবার ডুরান্ড জিতেছে ১৯৯৯-২০০০ সালে। মাহিন্দ্রা ইউনাইটেডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র হওয়ার পর গোল্ডেন গোলে জেতে তারা। তবে ২০১৯-এ ফের তারা ফাইনালে উঠেছিল। কিন্তু গোকুলম কেরলের কাছে ১-২ গোলে হেরে যায়।
তাই এবার ডুরান্ড ফাইনাল এক অন্য মাত্রা এনে দিল। শুধু তাই নয়, ডুরান্ড কাপ যে বাংলার বাইরে আর যাচ্ছে না এই বছর তা নিশ্চিত হল। ফুটবল প্রেমী বাংলার মানুষ এখন তাই উত্তেজিত। রবিবারের দিকে তাকিয়ে আছে বঙ্গ তথা ভারতীয় ফুটবল মহল।