১৯ বছর পর ফের ডুরান্ড ফাইনালে ‘ডার্বি’? সমর্থকরা উল্লসিত

১৯ বছর পর ফের ডুরান্ড ফাইনালে ‘ডার্বি’? সমর্থকরা উল্লসিত

derby

কলকাতা: চলতি মরশুমের প্রথম টুর্নামেন্টে বাংলার দুই দলই ভালো ফল করেছে আপাতত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই সেমিফাইনালে উঠেছে। আর এ থেকেই ফুটবল প্রেমী বাংলার মানুষ আশা করতে শুরু করে দিয়েছেন যে, ডুরান্ড ফাইনাল ম্যাচ ডার্বি হতে পারে। যদি এমনটা হয় তাহলে ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি ম্যাচ হবে। তবে এটা সম্ভব করতে হলে দুই দলকেই স্বাভাবিকভাবেই সেমিফাইনাল জিততে হবে। যা অন্তত একেবারেই সহজ নয়। 

২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপের ফাইনালে ডার্বি হয়েছিল। মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জেতে ইস্টবেঙ্গল। সেটাই লাল-হলুদের শেষ ডুরান্ড জেতা। এরপর না তারা ফাইনালে উঠতে পেরেছে, না ট্রফি জিতেছে। অন্যদিকে মোহনবাগান শেষবার ডুরান্ড জিতেছে ১৯৯৯-২০০০ সালে। মাহিন্দ্রা ইউনাইটেডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র হওয়ার পর গোল্ডেন গোলে জেতে তারা। তবে ২০১৯-এ ফের তারা ফাইনালে উঠেছিল। কিন্তু গোকুলম কেরলের কাছে ১-২ গোলে হেরে যায়। তাই এবার ফাইনাল ডার্বি হলে দুই দলের কাছেই সুযোগ থাকবে দীর্ঘ প্রতীক্ষিত এই ট্রফি জেতার। 

মনে রাখা দরকার, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই ১৬ বার করে ডুরান্ড কাপ জিতেছে। অর্থাৎ এবার দুই দলের কেউ যদি এই ট্রফি ছুঁতে পারে তাহলে তা আরও এক রেকর্ড হবে। পাশাপাশি পড়শি ক্লাবের থেকেও যে সে এগিয়ে যাবে তা বলা বাহুল্য। এখন দেখা যাক সেমিফাইনালে দুই দল কী পারফর্মেন্স করে। মঙ্গলবার নর্থইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 4 =