বাকু: ক্রিশ্চিয়ান এরিকসনকে মনে করেই ইতিহাস গড়ছে ডেনমার্ক। চেক রিপাবলিককে হারিয়ে এবার ইউরো ২০২০-এর সেমিফাইনালে উঠে গেল তারা। সেই ১৯৯২ সালের ইউরো কাপ জিতেছিল ডেনমার্ক। তারপর এই প্রথমবার কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালের মঞ্চে পা রাখল ড্যানিশরা। চলতি ইউরোয় কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিককে হারালেও মজার বিষয় এই যে, ২০০৪ সালের কোয়ার্টার ফাইনালে এই চেক রিপাবলিকের কাছেই ৩-০ গোলে হেরে ইউরো থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।
শনিবার আজারবাইজানের বাকুতে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ১৭ বছর পর মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও চেক রিপাবলিক। কিন্তু সেই পুরনো ভুল আর করেনি ড্যানিশরা। ম্যাচের ৫ মিনিটের মাথায়ই থমাস ডিলানে গোল করে খেলায় ডেনমার্ককে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষের দিকে আবার ধাক্কা খায় চেক দল। ডেনমার্কের সেন্টার ফরোয়ার্ড ক্যাসপার ডলবার্গ ৪২ মিনিটে দুরন্ত গোল করে দলকে আরও এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে চেক রিপাবলিকের পিটার শ্চিক প্রতিযোগিতায় তার ৫ নম্বর গোলটি করে ব্যবধান একটু কমান। কিন্তু এরপর চেক রিপাবলিক অনেক চেষ্টা করেও ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি। খেলায় তুলনামূলকভাবে বলের দখল অনেক বেশি রেখেছে চেক, গোল লক্ষ্য করে শটও বেশি মেরেছে, ছোট পাসও বেশি খেলেছে, অনেক বেশি আক্রমণ তৈরি করেছে তারা। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠে গেল ডেনমার্ক। ইউরো কাপের প্রথম ম্যাচেই অসুস্থ হয়ে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন। তার কথা মনে করেই তাকে স্মরণে রেখেই ইউরোয় একের পর এক বাধা টপকে যাচ্ছেন তার সতীর্থরা। তবে সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে রুখে আরও একটা অঘটন ঘটাতে পারবে ডেনমার্ক? সেটা সময়ই বলবে।