আমস্টারডাম: শুরু হয়ে গেল ইউরো ২০২০-এর নকআউট পর্ব। প্রায় দুসপ্তাহের লড়াইয়ের পর গ্রুপ পর্যায় থেকে ২৪টি দলের মধ্যে ১৬টি নকআউট পর্বে উঠেছে। এবার সেই নকআউট পর্বের খেলাও শুরু হয়ে গেল ইউরো কাপে। প্রথম ম্যাচে আমস্টারডামে মুখোমুখি হল ওয়েলস এবং ডেনমার্ক। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের ওয়েলসকে ৪-০ গোলে কার্যত উড়িয়ে দিল ডেনমার্ক। বড় গোলের মার্জিনে হেরে এবারের মতো ইউরো থেকে বিদায় নিল ওয়েলস।
এদিনের ম্যাচে প্রথম থেকেই গ্যারেথ বেলের ওয়েলসকে খুব একটা সুযোগ দেয়নি। গোটা ম্যাচে ওয়েলস মাত্র একটি শট তিনকাঠিতে রাখতে পেরেছে। উল্টোদিকে ম্যাচের ২৭ মিনিটেই তাদের প্রথম ঝটকা দেয় ডেনমার্ক। ডেনমার্কের ফরোয়ার্ড ক্যাসপার ডলবার্গ ম্যাচে নিজের প্রথম গোলটি করে ডেনমার্ককে ১-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই আবার জ্বলে ওঠেন তিনি। ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে দলকে আবার এগিয়ে দেন।
এরপর একেবারে ম্যাচ শেষের আগের মুহূর্তে পরপর দুটি গোল করে ডেনমার্ক। ৮৮ মিনিটে জোয়াকিম মাহলে’র গোলে ৩-০ এগিয়ে যায় ড্যানিশরা। নির্ধারিত সময়ের শেষে মিনিটে অপ্রয়োজনীয় একটি ফাউল করে লাল কার্ড দেখে মাঠের বাইরে বেড়িয়ে যেতে হয় ওয়েলসের হ্যারি উইলসনকে। ১০ জনে খেলা প্রতিপক্ষকে কমজোরী পেয়ে শেষে অতিরিক্ত সময়ে আরও চেপে বসে ডেনমার্ক। ৯০+৪ মিনিটে গোল পান ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলা ড্যানিশ তারকা মার্টিন ব্রেথওয়েট। এদিন যেন ম্যাচটা কখনও ওয়েলসের ছিলই না। গোটা ম্যাচে একবারও আত্মবিশ্বাসী দেখায়নি তাদের। একবারও তারা খেলা তাদের নিয়ন্ত্রণে আনতে পারেনি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের ওয়েলসকে ৪-০ গোলের বড় মার্জিনে হেরে বিদায় নিতে হল ইউরো ২০২০ থেকে। পাশাপাশি, ওয়েলসকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ডেনমার্ক।