ভরা গ্যলারিতে হাঁটু গেড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, ভাইরাল দীপক চাহারের প্রেম কাহিনী

ভরা গ্যলারিতে হাঁটু গেড়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, ভাইরাল দীপক চাহারের প্রেম কাহিনী

দুবাই:  খেলার মাঠকে সাক্ষী রেখেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি৷ ভরা মাঠে দু’জনের রসায়নে আপ্লুত নেটেজেনরাও৷ এর আগেও খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে দেখা গিয়েছে অনেক খেলোয়ারকেই৷ তবে ক্রিকেট মাঠের ভরা গ্যালারিতে বান্ধবীর সামনে হাঁটু মুড়ে এভাবে প্রেম নিবেদন ভারতীয় ক্রিকেটে এককথায় বিরল৷ আইপিএল-এর ম্যাচে ঠিক সেটাই করলেন দীপক চাহার৷ 

আরও পড়ুন- কর ফাঁকির অভিযোগ! বড় আর্থিক কেলেঙ্কারিতে জড়ালেন ‘মাস্টার ব্লাস্টার’

চেন্নাউ সুপার কিংসের এই বোলার আদ্যন্ত রোমান্টিকতার জাল বুনে বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেন৷ তাঁর প্রস্তাবে সাড়া দেন জয়াও৷ গ্যালারির দর্শকদের সাক্ষী রেখেই আঙটি বদল করেন তাঁরা৷ সকলে হাততালি দিয়ে তাঁদের অভিনন্দনও জানান৷ প্রসঙ্গত, জয়া ভরদ্বাজ হলেন ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী সিদ্ধার্থ ভরদ্বাদের বোন৷ ‘বিগ বস’ ছাড়াও ‘স্প্লিটস ভিলা-২’-তেও অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ৷ জয়া অবশ্য যুক্ত রয়েছেন কর্পোরেট দুনিয়ার সঙ্গে৷ জয়ার সঙ্গে যেমন বিনোদন দুনিয়ার সম্পর্ক রয়েছে৷ তেমনই দীপকের সঙ্গেও বলিউডের পুরনো সম্পর্ক৷ তিনি মডেল-অভিনেত্রী মালতী চাহারের ভাই৷ 

 

দীপকের এই বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। আইপিএলের তরফেও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জয়াকে হাঁটু গেড়ে বসে চাহারের প্রোপোজ করার ভিডিও পোস্ট করা হয়। চেন্নাই সুপার কিংসের তরফেও দীপককে অভিনন্দন জানানো হয়েছে৷ মনে করা হচ্ছে খুব শীঘ্রই বিয়ের ফুল ফুটবে চেন্নাই সুপার কিংসের এই তারকা পেসারের৷ দুবাই থেকে ফেরার পরেই হয়তো বসবে তাঁদের বিয়ের আসর৷ 

এদিন দীপক নিজেও তাঁর ইনস্টাগ্রামে প্রোপোজের ভিডিয়োটি পোস্ট করেছেন৷ যদিও এদিন পঞ্জাব কিংসের কাছে পরাজিত হয় চেন্নাই। হারের পর চাহারের এই কাণ্ড তাই অনেকেই ভালো ভাবে নেয়নি৷ তবে জিতলে নিঃসন্দেহে এই মুহূর্ত আরও বেশি স্মরণীয় হয়ে থাকত চেন্নাই সুপার কিংসের কাছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =