বার্মিংহাম: ফের কমনওয়েলথ গেমসে ইতিহাস লিখল ভারত৷ পুরুষদের লং জাম্পে ভারতের প্রথম পদক জিতলেন ভারতের এক নম্বর জাম্পার মুরালি শ্রীশঙ্কর৷ আলেকজান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে ৮.০৮ মিটারের সেরা লাফ দিয়ে রুপোর পদক জিতেছিলেন তিনি। সেই সঙ্গে, অ্যাথলেটিক্সে দ্বিতীয় এবং সামগ্রিকভাবে ১৯তম পদক ঘরে এল ভারতের৷
আরও পড়ুন- ইতিহাস লিখলেন বাংলার সৌরভ, কমনওয়েলথে স্কোয়াশে প্রথম পদক ভারতের
মুরালি শ্রীশঙ্কর ছাড়াও, লংজাম্পের ফাইনালে উঠেছিলেন মহম্মদ আনিস ইয়াহিয়া৷ তাঁর সেরা জাম্প ছিল ৭.৯৭ মিটার। এই দূরত্ব পেরিয়ে তিনি থেকে যান পঞ্চম স্থানে৷ তবে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২ এ ইতিহাস গড়েন শ্রীশঙ্কর৷ সেই সঙ্গে টানা দ্বিতীয় দিন অ্যাথলেটিক্সে ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করল ভারত। হাই জাম্পে তেজস্বিন শঙ্করের ব্রোঞ্জ পদকের পর লং জাম্পে রুপো নিয়ে এলেন মুরালি শ্রীশঙ্কর৷
লং জাম্পে জাতীয় রেকর্ডের অধিকারী শ্রীশঙ্কর যোগ্যতা রাউন্ডেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ৮.০৫ মিটারের লাফ দিয়ে সরাসরি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে নেন। তাঁর পারফরম্যান্স দেখার পর প্রথম থেকেই তাঁকে পদকের দাবিদার মনে করা হচ্ছিল। তাঁকে নিয়ে আশা জেগেছিল৷ বৃহস্পতিবার ৪ অগস্ট রাতে আলেকজান্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেই আশা পূরণও করেন শ্রীশঙ্কর৷ দুর্দান্ত পারফরম্যান্স করে রুপো জিতে নেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>