CSK struggles in IPL 2025
নয়াদিল্লি: চেন্নাই সুপার কিংস মানেই আইপিএলের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। অভিজ্ঞতায় মোড়া, পরিকল্পনায় নিখুঁত এবং নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনির মতো এক ঠান্ডা মাথার অধিনায়ক। দীর্ঘদিন ধরেই তারা নিজেদের পরিচয় গড়ে তুলেছে ‘ড্যাড’স আর্মি’ নামে — কারণ বয়স পেরোনো প্লেয়ারদের উপরই ছিল ভরসা। কিন্তু সময় বদলেছে, বদলেছে ক্রিকেটের ধরণও। আর সেখানেই হয়তো পিছিয়ে পড়ছে চেন্নাই।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে চাপে পড়ে স্টিফেন ফ্লেমিং বললেন —
“আমাদের দলে ফায়ারপাওয়ার আছে। শুধু প্রথম বল থেকেই ছক্কা না মারলেই আমরা পিছিয়ে নই। শেষ অবধি দেখে নিন কে জেতে। এটা পজিটিভ ক্রিকেট। আমাদের হালকা করে দেখবেন না।” কিন্তু বাস্তব বলছে, ফলাফল এখন একেবারেই চেন্নাইয়ের পক্ষে নয়।
CSK-এর ছন্দপতন: পরিসংখ্যান কী বলছে? CSK struggles in IPL 2025
এই মরসুমে এখন পর্যন্ত ৬টি ম্যাচে মাত্র ৩টি ছক্কা মারতে পেরেছে CSK। শেষ তিনটি ম্যাচে পাওয়ারপ্লে-তে একটিও ছক্কা আসেনি। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি প্রায় অপরাধের সামিল।
KKR-এর বিরুদ্ধে ম্যাচে গোটা ইনিংসে তারা মাত্র একটি ছক্কা হাঁকিয়েছে, যেখানে কেকেআরের সুনীল নারাইন একাই মারেন ৫টি ছক্কা। পুরো পাওয়ারপ্লে-তে কেকেআরের ব্যাটাররা মেরেছেন ৭টি ছয়। এবং ১১ ওভারে অনায়াসেই ম্যাচ জিতে নেয় কলকাতা।
CSK-এর টিম স্ট্রাইক রেট পাওয়ারপ্লে-তে মাত্র ১১৬.৮২, যা আধুনিক ক্রিকেটে প্রায় অচল।
ভুলটা কোথায়? CSK struggles in IPL 2025
বিশ্লেষকদের মতে, ভুলটা শুরু হয়েছে নিলাম থেকেই। যেখানে অন্য দলগুলো নতুন ও আগ্রাসী মুখগুলিকে দলে টানছে, সেখানে CSK এখনো আস্থা রাখছে প্রাক্তন তারকাদের উপর।
রবিচন্দ্রন অশ্বিনকে কিনেছে তারা, যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রাহুল ত্রিপাঠি ও দীপক চাহার-এর ফর্মও প্রশ্নবিদ্ধ। ফাফ ডু প্লেসিস বা কেএল রাহুল-এর মতো পরিণত, ধারাবাহিক পারফর্মারদের দিকে নজর দেওয়া উচিত ছিল বলে মত বিশেষজ্ঞদের। এর ফলে মাঠে নেমে চেন্নাইয়ের এক্সপ্রেশন যেন পুরোনো ধারারই প্রতিফলন।
নতুনদের দিকে তাকানোর সময় এসেছে? CSK struggles in IPL 2025
রবিন উথাপ্পা সম্প্রতি বলেছেন— “এখন সময় এসেছে নতুনদের সুযোগ দেওয়ার। শেখ রশিদ, যাকে কয়েক বছর ধরে গ্রুম করা হচ্ছে, তার মতো প্রতিভাকে মাঠে নামাতে হবে।”
তিনি আরও যোগ করেন, “১৮ বছরের অ্যান্ড্রে সিদ্ধার্থের মতো প্রতিভাদের খেলিয়ে দেখার এটাই সময়। হয়তো প্লে-অফে পৌঁছানো যাবে না, কিন্তু ভবিষ্যতের জন্য তো একটা দিশা তৈরি হবে।”
এই মুহূর্তে যেখানে দিগ্বেশ রাঠি, প্রিয়াংশ আর্য বা বিপ্রজ নিগম-এর মতো তরুণরা অন্য দলে ঝড় তুলছে, সেখানে CSK যেন পুরনো রেকর্ড বাজিয়ে চলেছে।
চেন্নাইয়ের সামনে কী ভবিষ্যৎ? CSK struggles in IPL 2025
ধোনির নেতৃত্বে CSK বারবার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু ধোনি তো চিরকাল থাকবেন না। আর যদি সময়মতো স্কোয়াডে নবীন রক্ত সংযোজন না হয়, তবে এই ‘ড্যাড’স আর্মি’ আস্তে আস্তে হারিয়ে যেতে পারে অতীতের পাতায়।
চেন্নাইয়ের ভবিষ্যৎ নির্ভর করছে এখনই নেওয়া কিছু সাহসী সিদ্ধান্তের উপর।
Sports: Chennai Super Kings, once IPL’s powerhouse, struggles in 2025. Low strike rate, fewer sixes, and powerplay setbacks raise concerns. Can Dhoni’s leadership revive CSK? Detailed stats and expert analysis on their performance this season.