গ্লাসগো: নকআউট পর্বে যেতে হলে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে যেনতেন প্রকারে হারাতেই হত শেষ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে। হিসেব মতো সেইভাবেই ৩-১ গোলে স্কটল্যান্ডকে চুরমার করে গ্রুপ ডি থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল ক্রোটরা। ছবির মতো গোল করলেন ক্রোয়েশিয়ার রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ।
ইউরো কাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে এবং দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সাথে ড্র করে নকআউটে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল ক্রোয়েশিয়ার। শেষ ষোলোয় জায়গা করতে হলে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতেই হত। তাই প্রথম থেকেই মদ্রিচরা একটু আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করে। একেবারে শুরুতেই ১৭ মিনিটে মেলে সুফল। ক্রোয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন নিকোলা ভ্লাসিচ। ৪২ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করে সেই গোল শোধ করে দেন ক্যালাম ম্যাকগ্রেগর।
দ্বিতীয়ার্ধের খেলায় ৬২ মিনিটে ছবির মতো অবিস্মরনীয় গোল করেন লুকা মদ্রিচ। ডি-বক্সের সীমান্ত থেকে ডান পায়ের পাতা দিয়ে মেরে জোরালো অথচ ধনুকের মতো বাঁকানো শটে জালে বল জড়িয়ে দেন তিনি। ৭৭ মিনিটে কর্নার থেকে গোল করে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন ইভান পেরিসিচ। অসম্ভবকে সম্ভব করে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল ক্রোয়েশিয়া। দেখার মতো গোল করার সুবাদে নায়ক হলেন লুকা মদ্রিচ।